List of Chief Ministers in India- 2019-20 | বাংলাতে - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Saturday, October 5, 2019

List of Chief Ministers in India- 2019-20 | বাংলাতে

List of Chief Ministers in India- 2019-20

হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com তোমাদের সকলকে স্বাগত জানাই । যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাক, তার জন্য কারেন্ট জিকে এবং স্ট্যাটিক জিকে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে কিছু important “Who’s who” নিয়ে এসেছি যেগুলো এক্সাম point of view থেকে খুবই important. বিশেষ করে PSC- র প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে একটি question তো আসেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ যাতে কোনরকম নতুন কোন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ।

Ø ভারতের বিভিন্ন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম

রাজ্যমুখ্যমন্ত্রীর নাম
1. অন্ধ্র প্রদেশওয়াইএস জগমনমোহন রেড্ডি
2. অরুণাচল প্রদেশপেমা খান্ডু
3. আসামশ্রী সর্বানন্দ সোনোয়াল
4. বিহারশ্রী নীতীশ কুমার
5. ছত্তিশগড়শ্রী ভূপেশ বাঘেল
6. দিল্লি (এনসিটি)শ্রী অরবিন্দ কেজরিওয়াল
7. গোয়াশ্রী প্রমোদ সাওয়ান্ত
8. গুজরাটশ্রী বিজয় রুপানী
9. হরিয়ানাশ্রী মনোহর লাল খট্টর
10. হিমাচল প্রদেশশ্রী জয় রাম ঠাকুর


11. ঝাড়খণ্ডশ্রী রঘুবর দাস
12. কর্ণাটকবিএস ইয়েদিউরাপ্পা
13. কেরলশ্রী পিনারাই বিজয়ন
14. মধ্য প্রদেশশ্রী কমল নাথ
15. মহারাষ্ট্রশ্রী উদ্ধব ঠাকরে
16. মণিপুরশ্রী নংথম্বম বীরেন সিং
17. মেঘালয়শ্রী কনরাড সাংমা
18. মিজোরামZoramthanga (জোরামথাঙ্গা)
19. নাগাল্যান্ডশ্রী নীফিউ রিও
20. উড়িষ্যাশ্রী নবীন পট্টনায়েক

21. পাঞ্জাবশ্রী অমরিন্দর সিং
22. রাজস্থানশ্রী অশোক গেহলট
23. সিকিমশ্রী প্রেম সিং তামাং 
24. তামিলনাড়ুশ্রী এডাপাডি কে পলানিস্বামী
25. তেলেঙ্গানাশ্রী কে চন্দ্রশেখর রাও
26. ত্রিপুরাশ্রী বিপ্লব কুমার দেব
27. উত্তর প্রদেশশ্রী যোগী আদিত্যনাথ
28. উত্তরাখন্ডশ্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত
29. পশ্চিমবঙ্গমমতা বন্দ্যোপাধ্যায়

No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.