Nobel Prize-2019 & Nobel Prize detailed history in Bengali
হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com ফ্রী অনলাইন কোচিং ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই । এই নিবন্ধে, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের সাথে "নোবেল পুরস্কার বিজয়ী 2019" এর সম্পূর্ণ তালিকা দিয়েছি
। তার সঙ্গে নোবেল প্রাইজ এর সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আসন্ন পরীক্ষা যেমন WBCS, SSC-CGL, PSC
Clerkship, PSC Miscellaneous, RRB NTPC, Rail Group-D র জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা
আমরা এই নিবন্ধে আলোচনা করেছি । আসন্ন পরীক্ষায়
এটি শিক্ষার্থীদের জন্য স্কোর বুস্টার হিসাবে কাজ করবে
। আশাকরি
এই নিবন্ধটি পড়বার পর, পরীক্ষায় আসা নোবেল সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে
পারবে । এর বাইরে যদি কোন প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে আমদের অবশ্যই কমেন্ট সেক্সান এ
কমেন্ট করে জানাবে, এবং আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে ।
প্রত্যেক বছর নোবেল প্রাইজ দেওয়া হয় সেই সব বিখ্যাত ব্যক্তিদের যারা পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, ঔষধ, শান্তি, সাহিত্য এবং অর্থনীতি ক্ষেত্রে কোনো কৃতিত্বপূর্ণ কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন ।
1895 সালে এটি শুরু করেছিলেন ডাইনামাইট এর আবিষ্কার কর্তা অ্যালফ্রেড বার্নার্ড নোবেল । অ্যালফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী 10ই ডিসেম্বর এই খেতাব দেওয়া হয়
।
1901 সাল থেকে অর্থনীতি ছাড়া অন্যসব বিভাগেই নোবেল প্রাইজ দেওয়ার প্রথা চালু
। 1969 সালে অর্থনীতিতে প্রথম দেওয়া শুরু হয় । এর মধ্যে শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলোতে এবং অন্যান্য বিষয়ে পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম-এ
।
প্রত্যেক নোবেল বিজেতা এই পুরস্কার স্বরুপ একটি সোনার মেডেল, একটি মানপত্র এবং নোবেল ফাউন্ডেশনের দ্বারা নির্ধারিত অর্থ পেয়ে থাকেন
। 2012 সালে প্রতিটি প্রাইজের মূল্য ছিল 8 মিলিয়ন সেক্ (1.2 মিলিয়ন ইউ এস ডলার) । মরোণোত্তর কাজের ক্ষেত্রে এই পুরস্কার বিবেচিত হয় না । অবশ্য পুরস্কার পাবার কথা ঘোষণা করার পরে মারা গেলেও পুরস্কৃত করা হয় ।
নির্ধারক-মণ্ডলী (Adjudicators)
·
সাহিত্য - সুইডিশ অ্যাকাডেমি অফ লিটারেচার
·
ঔষধ - স্টকহোম ফ্যাকাল্টি অফ মেডিসিন
·
পদার্থ বিদ্যা ও রসায়ন শাস্ত্র
— সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স
·
ইকনমিক্স - ব্যাংক অফ সুইডেন
·
শান্তি – নরওয়ে 5 জন সদস্যের একটি কমিটি
ভারতীয় নোবেল প্রাইজ বিজেতাগণ (Indian
Nobel Prize Winners)
নাম
|
ক্ষেত্র
|
সাল
|
রবীন্দ্রনাথ ঠাকুর
|
সাহিত্য
|
1913
|
ডঃ সি ভি রমন
|
পদার্থবিদ্যা
|
1930
|
ডঃ হরগোবিন্দ খুরানা
|
ঔষধ
|
1968
|
মাদার টেরেসা
|
শান্তি
|
1979
|
ডঃ এস. চন্দ্রশেখর
|
পদার্থবিদ্যা
|
1983
|
ডঃ অমর্ত্য সেন
|
অর্থনীতি
|
1999
|
ভি. এস. নাইপল
|
সাহিত্য
|
2001
|
ভেঙ্কটরামন রামাকৃয়ন
|
রসায়নবিদ্যা
|
2009
|
কৈলাস সত্যাথি
|
শান্তি
|
2014
|
অভিজিৎ বিনায়ক ব্যানার্জী
|
অর্থনীতি
|
2019
|
-:দু’বার নোবেল প্রাইজ পেয়েছেন এমন ব্যাক্তিগণ:-
মেরী কুরি – ইনি 1903 সালে পদার্থ বিদ্যায় ও 1911 সালে রসায়ন শাস্ত্রে দু’বার নোবেল প্রাইজ পেয়েছেন ।
লিনাস পাউলিং – ইনি 1954 সালে রসায়ন শাস্ত্রে ও 1962 সালে শান্তিতে দু’বার নোবেল প্রাইজ পেয়েছেন ।
জন বারডিন – ইনি পদার্থ বিদ্যায় 1956 সালে ও 1972 সালে দু’বার নোবেল প্রাইজ পেয়েছেন ।
ফ্রেডারিক স্যাঙ্গার – ইনি রসায়ন শাস্ত্রে 1958 সালে ও 1980 সালে দু’বার নোবেল প্রাইজ পেয়েছেন ।
Nobel Prize নিয়ে কিছু গুরুত্ব পূর্ণ
তথ্য জেনেরাখা প্রয়োজনঃ-
·
পদার্থ বিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান বা মেডিসিন,
সাহিত্য, শান্তি, এবং অর্থনীতি ক্ষেত্রে বার্ষিক পুরষ্কার দেওয়া হয়।
·
1895 সালে নোবেল প্রাইজ এর উদ্ভাবক সুইডিশ আলফ্রেড নোবেলের
ইচ্ছায় প্রথম প্রতিষ্ঠিত হয় নোবেল প্রাইজ।
·
শান্তির পুরস্কার ব্যতীত সমস্ত পুরষ্কার সুইডেনের স্টকহোমে
পুরস্কৃত করা হয়।
·
নরওয়ের ওসলো শহরে শান্তি পুরষ্কার দেওয়া হয়।
·
সব থেকে কম বয়সে নোবেল বিজয়ী: 2014 সালে শান্তির জন্য
মালালা ইউসুফজাই (17 বছর) ।
·
সব থেকে বেশি বয়সে নোবেল বিজয়ী: 2019 সালে রসায়নের
জন্য জন বি. গুডেনো (97 বছর) ।
নোবেল প্রাইজ বিজেতাগণ- 2019 (Nobel Prize Winners-2019)
Nobel Prize Winners List in
Bengali -2019
|
ক্ষেত্র
|
প্রাপকের নাম
|
ফিজিওলজি বা মেডিসিন
|
উইলিয়াম জি ক্যালিন জুনিয়র
|
স্যার পিটার জে রেটক্লিফ
|
গ্রেগ এল সেমেনজা
|
পদার্থবিদ্যা
|
জেমস পিলস
|
মিশেল মেয়র
|
দিদিয়ের কোয়েলোজ
|
রসায়নবিদ্যা
|
জন বি গুডেনো
|
এম স্ট্যানলি হুইটিংহাম
|
আকিরা ইয়োশিনো
|
সাহিত্য
|
পিটার হ্যান্ডকে
|
শান্তি
|
অবি আহমেদ আলী
|
অর্থনীতি
|
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
|
এস্থার ডুফলো
|
মাইকেল ক্রেমার
|
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.