Nobel Prize-2019 & Nobel Prize detailed history in Bengali - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Saturday, October 26, 2019

Nobel Prize-2019 & Nobel Prize detailed history in Bengali


Nobel Prize-2019 & Nobel Prize detailed history in Bengali

হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com ফ্রী অনলাইন কোচিং ওয়েবসাইটে  তোমাদের সকলকে স্বাগত জানাই । এই নিবন্ধে, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের সাথে "নোবেল পুরস্কার বিজয়ী 2019" এর সম্পূর্ণ তালিকা দিয়েছি । তার সঙ্গে নোবেল প্রাইজ এর সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আসন্ন পরীক্ষা যেমন WBCS, SSC-CGL, PSC Clerkship, PSC Miscellaneous, RRB NTPC, Rail Group-D র জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা আমরা এই নিবন্ধে আলোচনা করেছি । আসন্ন পরীক্ষায় এটি শিক্ষার্থীদের জন্য স্কোর বুস্টার হিসাবে কাজ করবে । আশাকরি এই নিবন্ধটি পড়বার পর, পরীক্ষায় আসা নোবেল সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে । এর বাইরে যদি কোন প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে আমদের অবশ্যই কমেন্ট সেক্সান এ কমেন্ট করে জানাবে, এবং আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে ।
Nobel Prize-2019 & Nobel Prize detailed history in Bengali
প্রত্যেক বছর নোবেল প্রাইজ দেওয়া হয় সেই সব বিখ্যাত ব্যক্তিদের যারা পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, ঔষধ, শান্তি, সাহিত্য এবং অর্থনীতি ক্ষেত্রে কোনো কৃতিত্বপূর্ণ কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন 1895 সালে এটি শুরু করেছিলেন ডাইনামাইট এর আবিষ্কার কর্তা অ্যালফ্রেড বার্নার্ড নোবেল । অ্যালফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী 10 ডিসেম্বর এই খেতাব দেওয়া হয় ।
1901 সাল থেকে অর্থনীতি ছাড়া অন্যসব বিভাগেই নোবেল প্রাইজ দেওয়ার প্রথা চালু । 1969 সালে অর্থনীতিতে প্রথম দেওয়া শুরু হয় । এর মধ্যে শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলোতে এবং অন্যান্য বিষয়ে পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম-এ ।

প্রত্যেক নোবেল বিজেতা এই পুরস্কার স্বরুপ একটি সোনার মেডেল, একটি মানপত্র এবং নোবেল ফাউন্ডেশনের দ্বারা নির্ধারিত অর্থ পেয়ে থাকেন । 2012 সালে প্রতিটি প্রাইজের মূল্য ছিল 8 মিলিয়ন সেক্ (1.2 মিলিয়ন ইউ এস ডলার) মরোণোত্তর কাজের ক্ষেত্রে এই পুরস্কার বিবেচিত হয় না । অবশ্য পুরস্কার পাবার কথা ঘোষণা করার পরে মারা গেলেও পুরস্কৃত করা হয় 
নির্ধারক-মণ্ডলী (Adjudicators)
·       সাহিত্য - সুইডিশ অ্যাকাডেমি অফ লিটারেচার
·       ঔষধ - স্টকহোম ফ্যাকাল্টি অফ মেডিসিন
·       পদার্থ বিদ্যা রসায়ন শাস্ত্র সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স
·       ইকনমিক্স - ব্যাংক অফ সুইডেন
·       শান্তি নরওয়ে 5 জন সদস্যের একটি কমিটি

ভারতীয় নোবেল প্রাইজ বিজেতাগণ (Indian Nobel Prize Winners)

নাম
ক্ষেত্র
সাল
রবীন্দ্রনাথ ঠাকুর
সাহিত্য
1913
ডঃ সি ভি রমন
পদার্থবিদ্যা
1930
ডঃ হরগোবিন্দ খুরানা
ঔষধ
1968
মাদার টেরেসা
শান্তি
1979
ডঃ এস. চন্দ্রশেখর
পদার্থবিদ্যা
1983
ডঃ অমর্ত্য সেন
অর্থনীতি
1999
ভি. এস. নাইপল
সাহিত্য
2001
ভেঙ্কটরামন রামাকৃয়ন
রসায়নবিদ্যা
2009
কৈলাস সত্যাথি
শান্তি
2014
অভিজিৎ বিনায়ক ব্যানার্জী
অর্থনীতি
2019


-:দু’বার
নোবেল প্রাইজ পেয়েছেন এমন ব্যাক্তিগণ:-


মেরী কুরিইনি 1903 সালে পদার্থ বিদ্যায় 1911 সালে রসায়ন শাস্ত্রে দুবার নোবেল প্রাইজ পেয়েছেন   
লিনাস পাউলিংইনি 1954 সালে রসায়ন শাস্ত্রে 1962 সালে শান্তিতে দুবার নোবেল প্রাইজ পেয়েছেন   
জন বারডিন ইনি পদার্থ বিদ্যায় 1956 সালে 1972 সালে দুবার নোবেল প্রাইজ পেয়েছেন 
ফ্রেডারিক স্যাঙ্গারইনি রসায়ন শাস্ত্রে 1958 সালে 1980 সালে দুবার নোবেল প্রাইজ পেয়েছেন 

Nobel Prize নিয়ে কিছু গুরুত্ব পূর্ণ তথ্য জেনেরাখা প্রয়োজনঃ-

·       পদার্থ বিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান বা মেডিসিন, সাহিত্য, শান্তি, এবং অর্থনীতি ক্ষেত্রে বার্ষিক পুরষ্কার দেওয়া হয়।
·       1895 সালে নোবেল প্রাইজ এর উদ্ভাবক সুইডিশ আলফ্রেড নোবেলের ইচ্ছায় প্রথম প্রতিষ্ঠিত হয় নোবেল প্রাইজ।
·       শান্তির পুরস্কার ব্যতীত সমস্ত পুরষ্কার সুইডেনের স্টকহোমে পুরস্কৃত করা হয়।
·       নরওয়ের ওসলো শহরে শান্তি পুরষ্কার দেওয়া হয়।
·       সব থেকে কম বয়সে নোবেল বিজয়ী: 2014 সালে শান্তির জন্য মালালা ইউসুফজাই (17 বছর) ।
·       সব থেকে বেশি বয়সে নোবেল বিজয়ী: 2019 সালে রসায়নের জন্য জন বি. গুডেনো (97 বছর) ।

নোবেল প্রাইজ বিজেতাগণ- 2019 (Nobel Prize Winners-2019)


Nobel Prize Winners List in Bengali -2019
ক্ষেত্র
প্রাপকের নাম
         
ফিজিওলজি বা মেডিসিন
উইলিয়াম জি ক্যালিন জুনিয়র
স্যার পিটার জে রেটক্লিফ
গ্রেগ এল সেমেনজা

পদার্থবিদ্যা
জেমস পিলস
মিশেল মেয়র
দিদিয়ের কোয়েলোজ

রসায়নবিদ্যা
জন বি গুডেনো
এম স্ট্যানলি হুইটিংহাম
আকিরা ইয়োশিনো
সাহিত্য
পিটার হ্যান্ডকে
শান্তি
অবি আহমেদ আলী

অর্থনীতি
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
এস্থার ডুফলো
মাইকেল ক্রেমার





No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.