PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-1
হ্যালো বন্ধুরা, ExamProtiyogita.com ফ্রী অনলাইন কোচিং
ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই ।
আশা
করি তোমাদের প্রিপারেসান ভালই হচ্ছে, কারন পিএসসি মিশলেনিয়াস-২০১৯ এর পরিক্ষা আসন্ন
। তাই তোমরা যারা পিএসসি মিশলেনিয়াস-২০১৯ এর পরীক্ষার জন্য আবেদন করেছ তাদের জন্য আমরা নিয়ে এসেছি বিগত ১৫ বছরের প্রশ্ন –উত্তর সিরিজ। বিশেষ করে ইতিহাস, ভূগোল,
রাষ্ট্র বিজ্ঞান, ভারতের অর্থনীতি ও সায়েন্স এই সাবজেক্ট গুলি খুবই গুরুত্বপূর্ণ, কারন
বিগত বছর থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তাই যদি বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে পরিক্ষার হলে যাওয়া যায় তাহলে সেখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে ।
তাই আমরা চেষ্টা করব পরীক্ষার
আগে তোমাদের এই সব প্রশ্ন-উত্তর এর পিডিএফ গুলো দিয়েদিতে । এছাড়া
আমাদের youtube channel ExamProtiyogita: One Step to Success টি Subscribe করে রাখো
ফ্রী অনলাইন কোচিং ভিডিও পাওয়ার জন্য । যদি তোমাদের পিডিএফ টি ভালো লেগেথাকে তাহলে এই ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবে এবং এই পোস্টটিকে সবার সাথে শেয়ার কর যাতে করে সবাই উপকৃত হয় । ধন্যবাদ।
History Part -1
1. ‘আনন্দমঠ’ বইটির লেখক একজন -
a) বাংলাদেশি
b) ভারতীয়
c) পাকিস্তানি
d) উপরের কেউ নন
2. ভারতীয় মিউজিয়াম কলকাতায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
a) 16 ই ডিসেম্বর 1951
b) 15 ই আগস্ট 1949
c) 2 ফেব্রুয়ারি 1814
d) 24 ফেব্রুয়ারি 1857
3. ‘শকুন্তলম্’ কে লিখেছেন ?
a) কৃত্তিবাস b) বাল্মিকী c) কৌটিল্য d) উপরের কোনোটিই নয়
4. ‘কর অথবা মর’ - কে ঘোষণা করেন ?
a) মহাত্মা গান্ধী
b) জহরলাল নেহেরু
c) রাজেন্দ্র প্রসাদ
d) লালা লাজপত রাই
5. গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কত সালে ?
a) 563 থেকে 483 খ্রিস্টপূর্বাব্দ
b) 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ
c) 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ
d) 600 খ্রিস্টপূর্বাব্দ
6. পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয় ?
a) ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীরজাফর এর মধ্যে
b) লর্ড ক্লাইভ এবং সিরাজের মধ্যে
c) বাংলার নবাব এবং ফরাসিদের মধ্যে
d) মুঘল এবং ইংরেজদের মধ্যে
7. কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন ?
a) 1938 b) 1933 c) 1928 d) 1930
8. ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে ?
a) আরবদের সিন্ধু আক্রমণ দ্বারা
b) তুর্কিদের ভারত আক্রমণ দ্বারা
c) সুফি ফকিরগণ এবং আরবীয় - পরিব্রাজক দ্বারা
d) মালাবার উপকূলের আরব বনিকগণ দ্বারা
9. কে আইন-ই-আকবরী রচনা করেন ?
a) আবুল ফজল b) বদাউনি c) ফৈজী d) গুলবদন বেগম
10. কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয় ?
a) মধুসূদন দত্ত b) ডিরোজিও c) কৃষ্ণমোহন ব্যানার্জি d) রামগোপাল ঘোষ
11. নিচের কোন প্রস্তাব গুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয় ?
a) ক্রিপস মিশন 1942
b) ওয়াভেল পরিকল্পনা 1945
c) ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946
d) মাউন্টব্যাটেন পরিকল্পনা 1947
12. ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে এবং ‘শহীদ ও স্বরাজ’ হিসেবে নতুন নামকরণ হয়েছিল ?
a) কোহিমা b) দিল্লি c) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ d) নাগাল্যান্ড
13. কোন সম্রাট কে ভারতের নেপোলিয়ন বলা হয় ?
a) অশোক b) কনিষ্ক c) সমুদ্রগুপ্ত d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (বিক্রমাদিত্য)
14. কাকে শের-ই-পাঞ্জাব বলা হয় ?
a) রঞ্জিত সিং b) অমর সিং c) লালা লাজপত রায় d) ভগৎ সিং
15. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?
a) অশোক b) বৃহদ্রথ c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত d) পুষ্যমিত্র শুঙ্গ
16. কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন ?
a) ইলতুৎমিস b) বলবন c) ফিরোজ তুঘলক d) টুয়েলভথ নাইট
17. কোন ব্যক্তি ‘দীন-ই-ইলাহি’ গ্রহণ করেছিলেন ?
a) মান সিং b) টোডরমল c) তানসেন d) বীরবল
18. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন ?
a) লর্ড ডালহৌসি
b) লর্ড ওয়েলেসলি
c) লর্ড রিপন
d) লর্ড মিণ্টো
19. ‘ইন্ডিকা’ গ্রন্থ কে রচনা করেন ?
a) ফা হিয়েন b) হিউয়েন সাং c) ই- সিং d) মেগাস্থিনিস
20. মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল ?
a) 1939 b) 1940 c) 1941 d) 1942
21. বুদ্ধদেব কবে জন্মগ্রহণ করেছিলেন ?
a) খ্রিস্টপূর্ব 523 অব্দে b) খ্রিস্টপূর্ব 563 অব্দে c) খ্রিস্টপূর্ব 623 অব্দে d) খ্রিস্টপূর্ব 602 অব্দে
22. কে ‘গুরুদেব’ নামে সুবিখ্যাত ?
a) গুরু গোবিন্দ সিং
b) রাজগুরু
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) উপরের কোনোটিই নয়
23. 1941সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী(INA) কে স্থাপন করেছিলেন ?
a) নেতাজী সুভাষচন্দ্র বসু
b) ক্যাপ্টেন মোহন সিং
c) রাসবিহারী বসু
d) লালা হরদয়াল
24. অর্থশাস্ত্র এর রচয়িতা কে ?
a) বিন্দুসার b) পুষ্যমিত্র শুঙ্গ c) কৌটিল্য d) চন্দ্রগুপ্ত মৌর্য
25. কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি আমল স্থাপন করেছিলেন ?
a) শামসুদ্দীন ইলিয়াস শাহ b) মুর্শিদকুলি খাঁ c) হোসেন শাহ d) আলিবর্দী খাঁ
ANSWER:
1) b, 2) c, 3) d 4) a 5) b 6) b 7) a 8) a 9) a 10) b 11) c 12) c 13) c 14) c 15) b 16) b 17) d 18) b 19) d 20) b 21) b
22) c 23) c 24)
c 25) a
PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-1 PDF: Click below download button-
পিডিএফ ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন-
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.