9. ‘দীন-ইলাহি’ -র প্রবক্তা কে ?
(A) ঔরঙ্গজেব (B) আকবর (C) শেরশাহ (D) দারা শিকো
10. কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি (ইংরেজ)-কে দেওয়ানি অধিকার দিয়েছিলেন ?
A) ফারুকসিয়ার (B) দ্বিতীয় বাহাদুর শাহ (C) ঔরঙ্গজেৰ D) দ্বিতীয় শাহ আলম
11. ‘ভারতের নেপোলিয়ান’ নামে কে পরিচিত ?
(A) সমুদ্রগুপ্ত (B) প্রথম চন্দ্রগুপ্ত (C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (D) স্কন্দগপ্ত
12. কোন সালে ‘গান্ধি-আরউইন চুক্তি’ স্বাক্ষরিত হয় ?
(A) 1911 (B) 1921 (C) 1931
(D) 1941
13. 'তত্ত্ববোধিনী সভা' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(a) এইচ. ভি. ডিরোজিও (b) রামমোহন (c) দেবেন্দ্রনাথ ঠাকুর (d) স্বামী বিবেকানন্দ
14. 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক
কে ছিলেন ?
(a) দেবেন্দ্রনাথ ঠাকুর (b) অক্ষয়কুমার দত্ত (c) প্যারীচাঁদ মিত্র (d) ঈশ্বর গুপ্ত
15. 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন ?
(a) সীমান্ত গান্ধী (b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (c) উমেশচন্দ্র ব্যানার্জী (d) উপরের কেউ নয়
16. ‘পূর্ণ স্বরাজ’ দিবস প্রথম কবে পালিত হয়েছিল ?
(a) 15ই আগস্ট, 1947 (b) 15ই আগস্ট, 1930 (c)
26শে জানুয়ারী, 1950
(d) 26 শে জানুয়ারী, 1930
17. বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল ?
(a) লর্ড মেয়ো (b) লর্ড লিটন (c) লর্ড ডাফরিন (d) লর্ড রিপন
18. ‘হরিজন’ পত্রিকা কে সম্পাদনা করেছিলেন ?
(a) অরবিন্দ ঘোষ (b) মহাত্মা গান্ধী (c) বাল গঙ্গাধর তিলক (d) বিপিন পাল
19. দিল্লীর কোন্ সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছেন ?
(a) মুবারক শাহ খলজি (b) গিয়াসউদ্দিন তুঘলক (c) ফিরোজ তুঘলক (d) সিকন্দর লোদী
20. কবি জয়দেব কোন ভাষায় ‘গীতগোবিন্দ রচনা করেছিলেন ?
(a) বাংলা (b) সংস্কৃত (c) মৈথিলী (d) অপভ্রংশ
21. ‘অধীনতামূলক মিত্ৰতা’ ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন ?
(a) লর্ড ডালহৌসি (b) লর্ড কার্জন (c) লর্ড হেস্টিংস (d) লর্ড ওয়েলেসলি
22. ‘চিপকো’ আন্দোলনের সাথে সংযুক্ত নামটি হল --
(a) মেধা পাটেকর (b) সরলা বেন (c) সালিম আলি (d) বাবা আমতে
23. কাদম্বরী’র রচয়িতা কে ?
(a) কালিদাস (b) সজনীকান্ত দাস (c) বুদ্ধদেব গুহ (d) বাণভট্ট
24. “কল্লোল” নাটকটির রচয়িতা কে ?
(a) শম্ভু মিত্র (b) উৎপল দত্ত (c) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (d) অজিতেশ বন্দোপাধ্যায়
25. আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?
(a) ঋক বেদ (b) সাম বেদ (c) যজু বেদ (d) অথর্ব বেদ
26. রামচরিতের রচয়িতা কে ?
(a) ধর্মপাল (b) সন্ধ্যাকর নন্দী (c) গোপাল (d) রামপাল
27. তালিকোটার যুদ্ধ কোন্ খ্রিষ্টাব্দে সংঘটিত হয় ?
(a) 1563 (b) 1192
(c) 1191 (d) 1526
28. ‘আকবরনামা' কার লেখা ?
(a) আবুল ফজল (b) টোডরমল (c) ইবন বতুতা (d) আব্দুল কাদের বদাউনি
29. কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ?
(a) লর্ড কর্ণওয়ালিস (b) ওয়ারেন হেস্টিংস (c) রাজা রাধাকান্ত দেব (d) রাজা রামমোহন রায়
30. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
A) কলকাতাতে (b) দিল্লীতে (c) পুণাতে (d) বোম্বাইতে
31. সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত হন ?
(a) মহম্মদ আল হাসান (b) মহম্মদ আলি জিন্না (C) হজরত মোহিনী (d) খান আব্দুল গফফর খান
ANSWER:
1) b, 2) a, 3) a, 4) b, 5) b, 6) a, 7) c, 8) c, 9) b, 10) a, 11) a, 12) c, 13) c,
14) d, 15) d, 16) d, 17) d, 18) b, 19) c, 20) b, 21) d, 22) d, 23) d, 24) b,
25) a, 26) b, 27) a, 28) a, 29) b, 30) d, 31) d
PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-2 PDF: Click below download button-
পিডিএফ ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন-
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.