PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-2 - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Thursday, October 24, 2019

PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-2


PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-2

হ্যালো বন্ধুরা, ExamProtiyogita.com ফ্রী অনলাইন কোচিং ওয়েবসাইটে  তোমাদের সকলকে স্বাগত জানাই । 

আশা করি তোমাদের প্রিপারেসান ভালই হচ্ছে, কারন পিএসসি মিশলেনিয়াস-২০১৯ এর পরিক্ষা আসন্ন । তাই তোমরা যারা পিএসসি মিশলেনিয়াস-২০১৯ এর পরীক্ষার জন্য আবেদন করেছ তাদের জন্য আমরা নিয়ে এসেছি বিগত ১৫ বছরের প্রশ্ন –উত্তর সিরিজ বিশেষ করে ইতিহাস, ভূগোল, রাষ্ট্র বিজ্ঞান, ভারতের অর্থনীতি ও সায়েন্স এই সাবজেক্ট গুলি খুবই গুরুত্বপূর্ণ, কারন বিগত বছর থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তাই যদি বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে পরিক্ষার হলে যাওয়া যায় তাহলে সেখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে । 

তাই আমরা চেষ্টা করব পরীক্ষার আগে তোমাদের এই সব প্রশ্ন-উত্তর এর পিডিএফ গুলো দিয়েদিতে । এছাড়া আমাদের youtube channel ExamProtiyogita: One Step to Success টি Subscribe করে রাখো ফ্রী অনলাইন কোচিং ভিডিও পাওয়ার জন্য । যদি তোমাদের পিডিএফ টি ভালো লেগেথাকে তাহলে এই ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবে এবং এই পোস্টটিকে সবার সাথে শেয়ার কর যাতে করে সবাই উপকৃত হয়  ধন্যবাদ


History Part -2


1. কে বলেছিলেন, “স্বরাজ আমার জন্মগত অধিকার” ?
(A) বিপিন চন্দ্র পাল (B) বালগঙ্গাধর তিলক (C) লালা লাজপং রাই (D) জি কে গোখেল

2. 1925 সালে কোন্ মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলে ?
(A) সরোজিনী নাইডু (B) পদ্মজা নাইডু (C) . বেশান্ত (D) প্রীতিলতা ওয়াদ্দেদার

3. মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি-মুসলমানদের কাছেজিন্দাপীরছিলেন ?
(A) ঔরঙ্গজেব (B) আকবর (C) বাবর (D) হুমায়ুন

4. শের শাহের সেনাপতি কে ছিলেন ?
(A) দিল্লির খাঁ (B) ব্ৰত্মজিৎ গৌড় (C) শায়েস্তা খাঁ (D) জয়সিংহ
5. আমির খসরু কোন্ বাদ্যযন্ত্র ব্যবহার করতেন ? 
(A) সরোদ (B) তবলা (C) সেতার (D) বাঁশি

6. শেষ জৈন তীর্থংকর কে ছিলেন ?
A) মহাবীর (B) ঋষভনাথ (C) পার্শ্বনাথ (D) সারিপুত্ত

7. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (B) দাদাভাই-নৌরজী (C) ডব্লিউ সি ব্যানার্জী (D) এম কে গান্ধি

8. ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(A) মামুদ (B) মহম্মদ ঘোরী (C) কুতুবউদ্দিন আইবক (D) ইলতুতমিস


9.দীন-ইলাহি’ - প্রবক্তা কে ?
(A) ঔরঙ্গজেব (B) আকবর (C) শেরশাহ (D) দারা শিকো

10. কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি (ইংরেজ)-কে দেওয়ানি অধিকার দিয়েছিলেন ?
A) ফারুকসিয়ার (B) দ্বিতীয় বাহাদুর শাহ (C) ঔরঙ্গজেৰ D) দ্বিতীয় শাহ আলম

11. ‘ভারতের নেপোলিয়াননামে কে পরিচিত ?
(A) সমুদ্রগুপ্ত (B) প্রথম চন্দ্রগুপ্ত (C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (D) স্কন্দগপ্ত

12. কোন সালেগান্ধি-আরউইন চুক্তি’ স্বাক্ষরিত হয় ?
(A) 1911 (B) 1921 (C) 1931 (D) 1941

13. 'তত্ত্ববোধিনী সভা' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(a) এইচ. ভি. ডিরোজিও (b) রামমোহন (c) দেবেন্দ্রনাথ ঠাকুর (d) স্বামী বিবেকানন্দ

14. 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(a) দেবেন্দ্রনাথ ঠাকুর (b) অক্ষয়কুমার দত্ত (c) প্যারীচাঁদ মিত্র (d) ঈশ্বর গুপ্ত

15. 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন ?
(a) সীমান্ত গান্ধী (b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (c) উমেশচন্দ্র ব্যানার্জী (d) উপরের কেউ নয়

16. পূর্ণ স্বরাজদিবস প্রথম কবে পালিত হয়েছিল ? 
(a) 15 আগস্ট, 1947 (b) 15 আগস্ট, 1930 (c) 26শে জানুয়ারী, 1950
(d) 26 শে জানুয়ারী, 1930

17. বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল ?
(a) লর্ড মেয়ো (b) লর্ড লিটন (c) লর্ড ডাফরিন (d) লর্ড রিপন

18. ‘হরিজনপত্রিকা কে সম্পাদনা করেছিলেন ?
(a) অরবিন্দ ঘোষ (b) মহাত্মা গান্ধী (c) বাল গঙ্গাধর তিলক (d) বিপিন পাল 

19. দিল্লীর কোন্ সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছেন ?
(a) মুবারক শাহ খলজি (b) গিয়াসউদ্দিন তুঘলক (c) ফিরোজ তুঘলক (d) সিকন্দর লোদী

20. কবি জয়দেব কোন ভাষায়গীতগোবিন্দ রচনা করেছিলেন ? 
(a) বাংলা (b) সংস্কৃত (c) মৈথিলী (d) অপভ্রংশ 


21. অধীনতামূলক মিত্ৰতাব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন ?
(a) লর্ড ডালহৌসি (b) লর্ড কার্জন (c) লর্ড হেস্টিংস (d) লর্ড ওয়েলেসলি

22. চিপকো’ আন্দোলনের সাথে সংযুক্ত নামটি হল -- 
(a) মেধা পাটেকর (b) সরলা বেন (c) সালিম আলি (d) বাবা আমতে

23. কাদম্বরী রচয়িতা কে ? 
 (a) কালিদাস (b) সজনীকান্ত দাস (c) বুদ্ধদেব গুহ (d) বাণভট্ট

24. কল্লোলনাটকটির রচয়িতা কে ?
(a) শম্ভু মিত্র (b) উৎপল দত্ত (c) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (d) অজিতেশ বন্দোপাধ্যায়

25. আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?
(a) ঋক বেদ (b) সাম বেদ (c) যজু বেদ (d) অথর্ব বেদ

26. রামচরিতের রচয়িতা কে ?
(a) ধর্মপাল (b) সন্ধ্যাকর নন্দী (c) গোপাল (d) রামপাল

27. তালিকোটার যুদ্ধ কোন্ খ্রিষ্টাব্দে সংঘটিত হয় ?
(a) 1563 (b) 1192 (c) 1191 (d) 1526

28. আকবরনামা' কার লেখা ?
(a) আবুল ফজল (b) টোডরমল (c) ইবন বতুতা (d) আব্দুল কাদের বদাউনি

29. কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ?
(a) লর্ড কর্ণওয়ালিস (b) ওয়ারেন হেস্টিংস (c) রাজা রাধাকান্ত দেব (d) রাজা রামমোহন রায়

30. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
A) কলকাতাতে (b) দিল্লীতে (c) পুণাতে (d) বোম্বাইতে

31. সীমান্ত গান্ধীনামে কে পরিচিত হন ?
(a) মহম্মদ আল হাসান (b) মহম্মদ আলি জিন্না (C) হজরত মোহিনী (d) খান আব্দুল গফফর খান




ANSWER: 1) b, 2) a, 3) a, 4) b, 5) b, 6) a, 7) c, 8) c, 9) b, 10) a, 11) a, 12) c, 13) c, 14) d, 15) d, 16) d, 17) d, 18) b, 19) c, 20) b, 21) d, 22) d, 23) d, 24) b, 25) a, 26) b, 27) a, 28) a, 29) b, 30) d, 31) d


PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-2 PDF: Click below download button-

পিডিএফ ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন-



No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.