PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-3 - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Monday, November 25, 2019

PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-3

PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-3

হ্যালো বন্ধুরা, ExamProtiyogita.com ফ্রী অনলাইন কোচিং ওয়েবসাইটে  তোমাদের সকলকে স্বাগত জানাই । 

আশা করি তোমাদের প্রিপারেসান ভালই হচ্ছে, কারন পিএসসি মিশলেনিয়াস-২০১৯ এর পরিক্ষা আসন্ন । তাই তোমরা যারা পিএসসি মিশলেনিয়াস-২০১৯ এর পরীক্ষার জন্য আবেদন করেছ তাদের জন্য আমরা নিয়ে এসেছি বিগত ১৫ বছরের প্রশ্ন –উত্তর সিরিজ বিশেষ করে ইতিহাস, ভূগোল, রাষ্ট্র বিজ্ঞান, ভারতের অর্থনীতি ও সায়েন্স এই সাবজেক্ট গুলি খুবই গুরুত্বপূর্ণ, কারন বিগত বছর থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তাই যদি বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে পরিক্ষার হলে যাওয়া যায় তাহলে সেখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে । 

তাই আমরা চেষ্টা করব পরীক্ষার আগে তোমাদের এই সব প্রশ্ন-উত্তর এর পিডিএফ গুলো দিয়েদিতে । এছাড়া আমাদের youtube channel ExamProtiyogita: One Step to Success টি Subscribe করে রাখো ফ্রী অনলাইন কোচিং ভিডিও পাওয়ার জন্য । যদি তোমাদের পিডিএফ টি ভালো লেগেথাকে তাহলে এই ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবে এবং এই পোস্টটিকে সবার সাথে শেয়ার কর যাতে করে সবাই উপকৃত হয়  ধন্যবাদ

History Part -3

1. বুদ্ধের আসল নাম কী?
(a) তথাগত (b) সিদ্ধার্থ (C) বৌধায়ন (d) শাক্য

2. ভারতীয় হিন্দু রাজাদের উপরে স্বত্ববিলোপ নীতি আরোপিত করেছিলেন?
(a) লর্ড কর্ণওয়ালিস (b) লর্ড ক্যানিং (c) লর্ড ডালহৌসি (d) লর্ড ওয়েলেসলী

3.  1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ শুরু হয়
(a) আসামে (b) কেরলে (c) পাঞ্জাবে (d) বাংলায় 

4. কোন্ তুঘলক সুলতান তার রাজধানী দিল্লী থেকে নিয়ে গেলেন দৌলতাবাদে ?
(a) ফিরোজ শাহ তুঘলক (b) গিয়াসউদ্দিন তুঘলক (c) মহম্মদ বিন তুঘলক (d) তুঘলক শাহ

5. ইস্কিলাস ছিলেন একজন --
(a) রোমান কবি (b) ইতালীয় কবি (c) গ্রীক কবি (d) রুশ কবি 

6. নীচের বইগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়?
(a) ঋতুসংহার (b) দশকুমারচরিত (c) মালোবিকাগ্নিমিত্রম্ (d) রঘুবংশম্ 

7. নিম্নলিখিত কোন্ শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই? 
(a) আগ্রা (b) ফতেপুর সিক্ৰী (c) লাহোর (d) দিল্লী

8. ‘রাজতরঙ্গিনীহর্ষচরিত’-এর রচয়িতা হলেন যথাক্রমে--
(a) কলহন বানভট্ট (b) কলহন হেমচন্দ্র (c) বিলহন বানভট্ট (d) বানভট্ট হেমচন্দ্র

9. ইন্ডিয়ান কাউন্সিলস্ অ্যাক্ট (1909) অন্য কোন্ নামে পরিচিত?
(a) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার (b) মর্লে-মিন্টো সংস্কার
(c) প্রাদেশিক স্বায়ত্তশাসন (d) পিটোর ভারতশাসন আইন

10. কোন্ সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল?
(a) আকবর (b) জাহাঙ্গীর (c) ঔরঙ্গজেব (d) বাবর

11. ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ
(a) ওয়ান্ডিওয়াশ (b) পলাশী (c) বক্সার (d) সেরেঙ্গাপত্তনম

12. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের প্রারম্ভে কোন মারাঠা নেতা সকল নেতাদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে একটি মারাঠা সংগঠন গড়ে তোলেন ?
(a) সিন্ধিয়া (b) হোলকার (c) পেশোয়া (d) ভোঁসলে

13. বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীতমুক্তির মন্দির সোপানতলে”- গীতিকার কে
(a) গৌরীপ্রসন্ন মজুমদার (b) শৈলেন রায় (c) মোহিনী চৌধুরী (d) কাজী নজরুল ইসলাম

14. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশানবাভারতসভা’- প্রতিষ্ঠাতা কে?
(a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (b) আনন্দমোহন বসু c) রামমোহন রায় (d) শিশির কুমার ঘোষ 

15. কোন রাজার রাজধানী ছিল কর্ণসুবর্ণ?
(a) শশাঙ্ক (b) ধর্মপাল (c) লক্ষণ সেন (d) গণেশ

16. কোন সংস্কৃত নাটকে চারুদত্ত বসন্তসেনা চরিত্র দুটির সাক্ষাৎ পাই?
(a) মালবিকাগ্নিমিত্রম্ (b) স্বপ্নবাসবদত্তা (c) মৃচ্ছকটিকম্ (d) মালতীমাধব

17. “গীতগোবিন্দ”- রচয়িতা কে
(a) চণ্ডীদাস (b) জয়দেব (c) যদুভট্ট (d) শ্রীচৈতন্য

18. বহুরূপী প্রযোজিতরাজা অয়দিপাউসনাটকটি মূল গ্রীক ভাষায় রচনা করেছিলেন--
(a) সোফোক্লিস (b) অ্যারিস্টোফেনিস (c) ইউরিপাইডিস (d) এস্কাইলাস

19. তানসেনের আদি নাম কী ছিল
(a) মুকুন্দরাম পাণ্ডে (b) রামতনু পাণ্ডে (c) সুরত সেন (d) উদয় সেন

20. দৈবশক্তি সম্ভূত রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেন কোন সুলতান
(a) আলাউদ্দিন খলজি (b) মহম্মদ-বিন-তুঘলক (c) গিয়াসউদ্দিন বলবন (d) ইলতুমিস

21. মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়?
(a) বৈশালী (b) লাভা (c) লুম্বিনী (d) পাটলীপুত্র

22. বাংলায় মিলটনের ধাঁচের অনুসরণ কে করেছেন?
(a) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (b) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (c) মাইকেল মধুসূদন দত্ত (d) নবীনচন্দ্র সেন 

23. কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা?
(a) সংস্কৃত (b) তামিল (c) তেলেগু (d) মালয়ালম

24. জাতকের গল্পগুলি কোন্ ভাষায় লেখা
(a) সংস্কৃত (b) পালি (c) প্রাকৃত (d) বৈদিক

25. "মোঙ্গল নেতা চেঙ্গিস খান কোন্ সুলতানের সময় সিন্ধুনদের তীর পর্যন্ত এসেছিলেন?
(a) ইলতুমিস (b) কুতুবুদ্দিন আইবক (c) গিয়াসুদ্দিন বলবন (d) আলাউদ্দিন খলজি 

26. ‘এলাহাবাদ প্রশস্তিকার রচনা?
(a) বাণভট্ট (b) হরিসেন (c) সন্ধ্যাকর নন্দী (d) কলহন

27. কবুলয়িতপাট্টাকে প্রবর্তন করেন?
(a) আকবর (b) বাবর (C) হুমায়ুন (d) শেরশাহ

28. কুতুব মিনারের নির্মাণকার্য কে শেষ করেন?
(a) বলবন (b) রাজিয়া সুলতানা (c) ইলতুৎমিস (d) কুতুবউদ্দিন আইবক

29. কোন বছর রবীন্দ্রনাথেরগীতাঞ্জলি ইংরাজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়
(a) 1905 (b) 1912 (C) 1915 (d) 1921.

30. 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন
(a) লর্ড মাউন্টব্যাটেন (b) জহরলাল নেহরু (c) ডঃ বি. আর. আম্বেদকর (d) ডঃ রাজেন্দ্র প্রসাদ

31. তানসেনের আসল নাম কী ছিল?  
(a) মকরন্দ পাণ্ডে (b) রামতনু পাণ্ডে (c) লাল কলবন্ত (d) রাজ বাহাদুর

32. সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল?
(a) তাম্রযুগ (b) লোহযুগ (C) সুবর্ণযুগ (d) কোনোটিই নয়

33. “হিন্দু এবং পাদশাহী”র আদর্শ কে প্রচার করেন
(a) শিবাজী (b) বালাজী বিশ্বনাথ (c) প্রথম বাজীরাও (d) রঘুনাথ রাও

34. ‘বুদ্ধচরিত' কার রচনা?
(a) বাণভট্ট (b) অশ্বঘোষ (c) শুদ্ৰক (d) কলহন

35. দিল্লীর কোন সুলতান প্রথমজিজিয়া কর’ প্রবর্তন করেন?
(a) আলাউদ্দিন খিলজী (b) মহম্মদ-বিন-তুঘলক (c) ফিরোজ সাহ তুঘলক (d) ইলতুৎমিস 



ANSWER: 1) b, 2) c, 3) b, 4) c, 5) c, 6) b, 7) c, 8) a, 9) b, 10) a, 11) b, 12) a, 13) d, 14) a, 15) a, 16) b, 17) b, 18) a, 19) b, 20) c, 21) b, 22) c, 23) b, 24) b, 25) a, 26) b, 27) d, 28) c, 29) b, 30) d, 31) b, 32) a, 33) c, 34) b, 35) c

PSC MISCELLANEOUS History Previous Year MCQ Solved | বাংলা | Part-3 PDF: Click below download button-

পিডিএফ ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন-


No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.