হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com - এ তোমাদের সকলকে স্বাগত জানাই
। যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্ব
অপরিসীম । বিশেষ করে তোমরা যারা ডব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষার
জন্য প্রিপারেশন নিয়ে থাক, তার জন্য কারেন্ট জিকে এবং স্ট্যাটিক জিকে একটি আলাদা মাত্রা
রাখে । আমরা এই আর্টিকেলে কিছু important “Who’s who” নিয়ে এসেছি যেগুলো এক্সাম
point of view থেকে খুবই important. বিশেষ করে PSC- র প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে
একটি question তো আসেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ যাতে
কোনরকম নতুন কোন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ।
Who's who in India- 2019-20
1. কাকে সাম্প্রতিক 10 মাসের জন্য BCCI এর অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়েছে ?
a) কপিল দেব b) শচীন টেন্ডুলকার c) সৌরভ গাঙ্গুলী d) সুনীল গাভাস্কার
2. সাম্প্রতিক ভারতের নতুন বায়ুসেনার অধ্যক্ষ কে আছেন ?
a) RKS ভাদরিয়া b) এডমিরাল করমবীর সিং c) জেনারেল বিপিন রাওয়াত d) বি এস ধানোয়া
3. ভারতে বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার কে আছে ?
a) সুকুমার সেন b) অশক লাবাসা c) সুশীল চন্দ্রা d) সুনীল আরোরা
4. ভারতের 47তম সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেন ?
a) রঞ্জন গোগোই b) শারদ আরবিন্দ ববদে c) হীরালাল জে ক্যানিয়া d) দ্বীপক মিশ্র
5. RBI এর বর্তমানে গভর্নর কে আছে ?
a) উরজিৎ প্যাটেল b) শক্তিকান্ত দাস c) ওসবার্ন স্মিথ d) সিডি দেশমুখ
6. বর্তমানে মহিলা আয়োগের অধ্যক্ষ কে ?
a) রেখা শর্মা b) জয়ন্তী পাটনায়ক c) মমতা শর্মা d) কোনটিই নয়
7. বর্তমানে UPSC চেয়্যারম্যান কে ?
a) মল্লিকাঅর্জুন রাও b) অরবিন্দ সেক্সেনা c) এম এস বিশ্বনাথন d) অনুপ কুমার
8. বর্তমানে ভারতের অর্থসচিব কে ?
a) রাজীব কুমার b) অজয় ভূষণ পান্ডে c) নির্মলা সীতারমন d) কোনটিই নয়
9. বর্তমানে ভারতে বিদেশ সচিব কে ?
a) বিজয় কেশব গোখলে b) এস জয়শঙ্কর c) কে. পি. এস মেনন d) সুষমা স্বরাজ
10. নীতি আয়োগের বর্তমানে অধ্যক্ষ কে ?
a) রাজীব কুমার b) অমিতাভ কান্ত c) নরেন্দ্র মোদী d) কোনটিই নয়
11. ভারতে প্রথম লোকপাল কে হয়েছে ?
a) অরবিন্দ কুমার b) পিনাকী চন্দ্র ঘোষ c) ঋষি কুমার শুক্লা d) কোনটিই নয়
12. বর্তমানে 17তম লোকসভার অধ্যক্ষ কে ?
a) মিরা কুমার b)সুমিত্রা মহাজন c) ওম বিড়লা d) জি ভি মাভলঙ্কার
13. বর্তমানে লোকসভার মহাসচিব কে ?
a) সুমিত্রা মহাজন b) স্নেহলতা শ্রীবাস্তব c) এইচ. জে. ক্যানিয়া d) কোনটিই নয়
14. বর্তমানে রাজ্যসভার সভাপতি কে ?
a) গুলামনবী আজাদ b) হরিবংস নারায়ণ সিং c) ভেঙ্কইয়া নাইডু d) কোনটিই নয়
15. বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি এডভাইসর কে ?
a) রজনীস কুমার b) কে কে বেণুগোপাল c) বিজয় কুমার শর্মা d) অজিত কুমার ডোভাল
16. বর্তমানে DRDO অধ্যক্ষ কে আছেন ?
a) কে সিবান b) জি সতীশ রেড্ডি c) বিক্রম সারাভাই d) কোনটিই নয়
17. SBI ব্যাংকের বর্তমানে অধ্যক্ষ কে আছে ?
a) অরুন্ধতী ভট্টাচার্য b) হীরালাল জে ক্যানিয়া c) রজনীস কুমার d) কোনটিই নয়
18. সাম্প্রতিক paytm অধ্যক্ষ কে আছে ?
a) বিজয় শেখর শর্মা b) মধুর দেওড়া c) ভূষণ প্যাটেল d) কোনটিই নয়
19. বর্তমানে CBI এর ডিরেক্টর কে আছে ?
a) অরবিন্দ কুমার b) পিনাকী চন্দ্র ঘোষ c) ঋষি কুমার শুক্লা d) কোনটিই নয়
20. বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে?
a) পীযুষ গোয়েল b) পিনাকী চন্দ্র ঘোষ c) ঋষি কুমার শুক্লা d) বিনোদ কুমার যাদব
21. RAW এর ডিরেক্টর জেনারেল কে আছে?
a) সামন্ত গোয়েল b) পিনাকী চন্দ্র ঘোষ c) অরবিন্দ কুমার d) বিনোদ কুমার যাদব
22. বর্তমানে ISRO চেয়ারম্যান কে আছেন?
a) কে সিবান b) জি সতীশ রেড্ডি c) বিক্রম সারাভাই d) কোনটিই নয়
23. বর্তমানে NIA অধ্যক্ষ কে আছে?
a) Y. C মোদী b) K. C দত্ত c) K সিবান d) কোনটিই নয়
24. আই বি (IB) নতুন অধ্যক্ষ কে?
a) সামন্ত গোয়েল b) পিনাকী চন্দ্র ঘোষ c) অরবিন্দ কুমার d) বিনোদ কুমার যাদব
25. BSF বর্তমানে ডিরেক্টর -
a) বিবেক কুমার জোহরী b) পিনাকী চন্দ্র ঘোষ c) অরবিন্দ কুমার d) বিনোদ কুমার যাদব
26. সাম্প্রতিক জম্মু ও কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
a) গিরিশচন্দ্র মুর্মু b) আনন্দিবেন প্যাটেল c) দ্রৌপদী মুর্মু d) সত্যপাল মালিক
27. বর্তমানে সুপ্রিমকোর্টের বিচারপতির সংখ্যা কত?
a) 31 b) 32 c) 34 d) 36
28. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নতুন MD এবং CEO কাকে নিযুক্ত করা হয়েছে?
a) মল্লিকার্জুন রাও b) অরবিন্দ সেক্সেনা c) এম এস বিশ্বনাথন d) অনুপ কুমার
NB: Bold
option is the correct Answer.
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.