Bharat Ratna Award --1954 - 2020 | NTPC, RAIL GROUP-D, WBCS, CLERKSHIP etc. - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Saturday, March 28, 2020

Bharat Ratna Award --1954 - 2020 | NTPC, RAIL GROUP-D, WBCS, CLERKSHIP etc.


হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com তোমাদের সকলকে স্বাগত জানাই । যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জি.কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কারেন্ট জি.কে এবং স্ট্যাটিক জি.কে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান “ভারতরত্ন” নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি, যেগুলো Exam point of view থেকে খুবই important. বিশেষ করে WB PSC - র প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে একটি question তো আসেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

ü দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান হল 'ভারতরত্ন' এটি প্রথম শুরু হয়েছিল 1954 সালে এই অলংকরণটি দেওয়া হয় যাঁরা দেশের যে কোনও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক অসামান্য কাজ করেছেনযাঁরা নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে আমাদের দেশের গর্বকে বৃদ্ধি করেছেন এবং দেশের আন্তর্জাতিক স্বীকৃতি বৃদ্ধি করেছেন তাঁদের ভারত সরকার এই 'ভারতরত্ন' সম্মানে ভূষিত করে থাকে

ü ভারতরত্ন ' সর্বোচ্চ অসামরিক পুরষ্কার, যা ভারত সরকার শিল্প, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতিবিদ, চিন্তাবিদ, বিজ্ঞানী, শিল্পপতি, লেখক এবং সমাজসেবীকে ব্যতিক্রমী সেবা এবং উচ্চতর জনসেবার স্বীকৃতির জন্য প্রদান করে থাকে

ü এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের 48 জনকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়েছে 1954 সালে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানকে প্রথম ভারতরত্নে ভূষিত করা হয়

ü পুরষ্কারটি 1954 সালের 2 জানুয়ারি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডাঃ রাজেন্দ্র প্রসাদ কর্তৃক চালু হয় ভারতরত্ন পুরষ্কারটি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের রাষ্ট্রপতি প্রদান করেন এক বছরে সর্বোচ্চ তিনজনকে কেবল ভারতরত্ন দেওয়া যেতে পারে জনতা পার্টি 1977 সালে এই পুরষ্কারটি বন্ধ করে দিয়েছিল কিন্তু 1980 সালে কংগ্রেস সরকার আবার এটি শুরু করে

ü এটি 1980 সালে পুনরায় চালু হওয়ার পরে মাদার তেরেসা’ প্রথম এই পুরষ্কারটি গ্রহণ করেছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, বিজ্ঞানী ডাঃ এ পি জে আবদুল কালাম’কে 1997 সালে এই সম্মানজনক পুরষ্কার দেওয়া হয়েছিল

ü ভারতরত্নকেবল ভারতীয় নাগরিকদের দেওয়া হবে - এমন কোনও লিখিত বিধান নেই অন্য দুটি -ভারতীয় - খান আবদুলফফর খান 1987 এবং নেলসন ম্যান্ডেলাকে 1990 সালে এই পুরষ্কার দেওয়া হয়েছিল

ü প্রতিবছর ভারতরত্ন পুরষ্কার দেওয়াও বাধ্যতামূলক নয়  বিশেষভাবে উল্লেখযোগ্য- 2020 সালে কোন ব্যক্তিকেই ভারতরত্নসম্মানে ভূষিত করা হয়নি

ü মরণোত্তর এই সম্মান প্রদান করার জন্য প্রথমদিকে কোনও বিধান ছিল না, পরে 1955 সালের পর এই বিধান যুক্ত করা হয়েছে এরপরে, 13 জনকে মরণোত্তর এই সম্মান দেওয়া হয়েছিল

ü মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান এর ক্ষেত্রে - সুভাষ চন্দ্র বসু’র মরণোত্তর সম্মান স্থগিত হওয়ার পর সম্মান সংখ্যা 12 বিবেচনা করা যেতে পারে

ü মরণোত্তর ‘ভারতরত্ন’ প্রাপক হিসেবে লাল বাহাদুর শাস্ত্রীকে প্রথম ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়েছিল

üশ্রী সত্যপাল আনন্দ মধ্যপ্রদেশ হাইকোর্টে রাজীব গান্ধীকে মরণোত্তর ভাবে ভারতরত্ন প্রদানের ব্যাপারটিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন

Bharat Ratna Winners List - 1954 -- 2020

No.
Name
Year
Description
48.
Pranab Mukherjee 
2019
13th President of India from 2012 to 2017.
47.
Bhupen Hazarika
Playback singer, lyricist, musician, poet.
46.
Nanaji Deshmukh
Social activist
45.
Madan Mohan Malaviya
2015
Founder of Banaras Hindu University
44.
Atal Bihari Vajpayee
Ex-prime Minister of India
43.
Sachin Tendulkar 
2014
Cricketer of India
42.
C. N. R. Rao
Scientist of India
41.
Bhimsen Joshi
2009
Hindustani classical singer of India
40.
Bismillah Khan
2001
Hindustani classical Shehnai player
39.
Lata Mangeshkar
Playback singer
38.
Gopinath Bordoloi
1999
Independence activist, Chief Minister of Assam
37.
Amartya Sen
Economist from Kolkata
36.
Ravi Shankar
Sitar player from Calcutta
35.
Jayaprakash Narayan
1998
Independence activist
34.
Chidambaram Subramaniam
Minister of Agriculture
33.
M. S. Subbulakshmi
Carnatic classical singer
32.
Aruna Asaf Ali
1997
Independence activist
31.
Gulzarilal Nanda
Interim Prime Minister of India
30.
A. P. J. Abdul Kalam
11th President of India
29.
Satyajit Ray
1992
Bengali Film Maker
28.
J. R. D. Tata
Industrialist
27.
Abul Kalam Azad
First Minister of Education of India
26.
Morarji Desai
1991
Fourth Prime Minister of India
25.
Vallabhbhai Patel
First Home Minister of India
24.
Rajiv Gandhi
Sixth Prime Minister of India
23.
Nelson Mandela
1990
Second non-citizen and non-Indian recipient
22.
B. R. Ambedkar
Chief architect of the Indian Constitution
21.
M. G. Ramachandran
1988
Chief Minister of Tamil Nadu
20.
Khan Abdul Ghaffar Khan
1987
First non-citizen
19.
Vinoba Bhave
1983
Social reformer
18.
Mother Teresa of Calcutta
1980
Founder of the Missionaries of Charity in Kolkata
17.
K. Kamaraj
1976
Chief Minister of Tamil Nadu
16.
V. V. Giri
1975
Fourth President of India
15.
Indira Gandhi
1971
First Woman Prime Minister of India
14.
Lal Bahadur Shastri
1966
Second Prime Minister of India
13.
Pandurang Vaman Kane
1963
Indologist and Sanskrit scholar
12.
Zakir Hussain
Third President of India
11.
Rajendra Prasad
1962
First President of India
10.
Purushottam Das Tandon
1961
Educator
9.
Bidhan Chandra Roy
Second  Chief Minister of West Bengal
8.
Dhondo Keshav Karve
1958
Educator
7.
Govind Ballabh Pant
1957
Home Minister of India
6.
Jawaharlal Nehru
1955
First Prime Minister of India
5.
Mokshagundam Visvesvarayya
Civil engineer
4.
Bhagwan Das
Founder of Kashi Vidya Peeth, author
3.
S. Radhakrishnan
1954
Second President of India
2.
C. V. Raman
Physicist from Madras
1.
C Rajagopalachari
Last and the only Indian Governor-General of India




No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.