হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com এ তোমাদের সকলকে স্বাগত জানাই । যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে জি.কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্ব অপরিসীম
। বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL,
SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য
কারেন্ট জি.কে এবং স্ট্যাটিক জি.কে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে দেশের
অসামরিক সম্মান “পদ্ম পুরস্কার” নিয়ে কিছু
গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি, যেগুলো Exam point of view থেকে খুবই important. বিশেষ
করে WB PSC - র প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে একটি question তো আসেই । তাই তোমরা আমাদের
এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের
কাছে সবার আগে notification পৌঁছে যায় ।
Padma Award - 2020
ü পদ্ম পুরস্কার
হল ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান। 1954 সালে 2 জানুয়ারী ভারত সরকার দ্বারা শুরু হয় এই সম্মান।
ভারতরত্নের পর এটিই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান।
ü মোট তিন ধরনের পদ্ম পুরস্কার প্রদান করা হয়-- পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী।
ü পদ্ম পুরস্কারের প্রতিটির ক্ষেত্রে পুরস্কার স্বরুপ একটি মেডেল ও একটি মানপত্র ভারতের রাষ্ট্রপতি দ্বারা প্রদান করাহয় । এই পুরস্কারের ক্ষেত্রে
কোন রকম অর্থ প্রদান করা হয় না।
ü যদি কোন সিভিল সারভেন্ট পদ্ম পুরস্কার প্রাপক হয়ে থাকেন
তাহলে চাকুরীরত অবস্থায় তিনি এই পুরস্কারটি পাবেন না । চাকুরি শেষ হলে তাঁকে এই
পুরস্কার প্রদান করা হবে ।
ü পুরস্কার গুলি বিভিন্ন শাখায় বা ক্রিয়াকলাপে দেওয়া হয়, যেমন- শিল্প, সামাজিক কাজ, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শিক্ষা, ক্রীড়া, সিভিল সার্ভিস ইত্যাদি।
ü এই পুরস্কার গুলি প্রতিবছর 26 শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে ঘোষণা করা হয় এবং রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা সাধারণত প্রতিবছর মার্চ-এপ্রিল
মাস নাগাদ অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে সম্মানিত করা হয়।
ü পুরস্কার গুলি সংক্ষেপে এর ইতিহাসে 1977 থেকে 1980 এবং 1992 থেকে 1995 পর্যন্ত দু'বার স্থগিত করা হয়েছিল।
Ø পদ্মবিভূষণ --
ü এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ভবনে প্রতি বছর মার্চ-এপ্রিল মাস নাগাদ
অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে
একটি মেডেল ও একটি মানপত্র প্রদান করে প্রাপকদের সন্মানিত করেন। 1954 সালের 2 জানুয়ারি থেকে এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের স্থান হল ভারতরত্ন-র পরে এবং পদ্মভূষণ ও পদ্মশ্রী-র আগে।
ü সরকারি কাজসহ যে-কোনও ক্ষেত্রে দেশের
জন্য অসাধারণ ও দৃষ্টান্তমূলক কাজের কৃতিত্ত স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
ü 1954 সালে এই পুরস্কারের প্রথম প্রাপকরা হলেন- সত্যেন্দ্রনাথ বোস নন্দলাল বোস, জাকির হোসেন, বালাসাহেব গঙ্গাধর খের, জিগমে দোরজি ওয়াংচুক, ভি. কে. কৃষ্ণমেনন।
ü এবছর মোট 7 জন কে পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে ।
Ø পদ্মভূষণ--
üভারতরত্ন ও পদ্মবিভূষণ পুরস্কারের পর
পদ্মভূষণ হল তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ভারত সরকার
বিভিন্ন ক্ষেত্রে যেমন -- শিল্পকলা, শিক্ষা, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, খেলাধূলা, ঔষধ, সামাজিক কাজ এবং জনসংযোগ প্রভৃতিতে এই পুরস্কার প্রদান করেন।
ü এবছর মোট 16 জন কে পদ্মভূষণ প্রদান করা হয়েছে ।
Ø পদ্মশ্রী--
üএটি ভারতীয় চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পুরস্কারের পর এটির স্থান। বিভিন্ন ক্ষেত্রে যেমন -- শিল্পকলা, শিক্ষা, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, খেলাধূলা, ঔষধ, সামাজিক কাজ এবং জনসংযোগ প্রভৃতিতে ভারতীয় নাগরিকদের কৃতিত্বপূর্ণ
অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
ü এবছর মোট 118 জন কে পদ্মশ্রী প্রদান করা হবে ।
Padma Vibhushan (7)
No.
|
Name
|
Field
|
State/Country
|
1.
|
Smt.
Sushma Swaraj (Posthumous)
|
Public Affairs
|
Delhi
|
2.
|
Shri Arun
Jaitley (Posthumous)
|
Public Affairs
|
Delhi
|
3.
|
Shri
George Fernandes (Posthumous)
|
Public Affairs
|
Bihar
|
4.
|
Smt. M.
C. Mary Kom
|
Sports
|
Manipur
|
5.
|
Shri
Chhannulal Mishra
|
Art
|
Uttar Pradesh
|
6.
|
Sir
Anerood Jugnauth GCSK
|
Public Affairs
|
Mauritius
|
7.
|
Sri
Vishveshateertha Swamiji Sri Pejavara
Adhokhaja Matha Udupi (Posthumous)
|
Others-Spiritualism
|
Karnataka
|
Padma Bhushan (16)
No.
|
Name
|
Field
|
State/Country
|
8.
|
Shri M. Mumtaz Ali (Sri M)
|
Others-Spiritualism
|
Kerala
|
9.
|
Shri Syed Muazzem Ali (Posthumous)
|
Public Affairs
|
Bangladesh
|
10.
|
Shri Muzaffar Hussain Baig
|
Public Affairs
|
Jammu and Kashmir
|
11.
|
Shri Ajoy
Chakravorty
|
Art
(Music)
|
West
Bengal
|
12.
|
Shri Manoj Das
|
Literature and Education
|
Puducherry
|
13.
|
Shri Balkrishna Doshi
|
Others-Architecture
|
Gujarat
|
14.
|
Ms. Krishnammal Jagannathan
|
Social Work
|
Tamil Nadu
|
15.
|
Shri S. C. Jamir
|
Public Affairs
|
Nagaland
|
16.
|
Shri Anil Prakash Joshi
|
Social Work
|
Uttarakhand
|
17.
|
Dr. Tsering Landol
|
Medicine
|
Ladakh
|
18.
|
Shri
Anand Mahindra
|
Trade and
Industry
|
Maharashtra
|
19.
|
Shri Neelakanta Ramakrishna Madhava Menon (Posthumous)
|
Public Affairs
|
Kerala
|
20
|
Shri Manohar Gopalkrishna Prabhu Parrikar (Posthumous)
|
Public Affairs
|
Goa
|
21.
|
Prof.
Jagdish Sheth
|
Literature and Education
|
USA
|
22.
|
Ms. P. V.
Sindhu
|
Sports
|
Telangana
|
23.
|
Shri Venu
Srinivasan
|
Trade and
Industry
|
Tamil
Nadu
|
**Note: পদ্মবিভূষণ,
পদ্মভূষণ এবং পদ্মশ্রী প্রাপকদের full list এর জন্য নিচে দেওয়া PDF Download লিঙ্কে ক্লিক করুন।
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.