Current Affairs of the Day 12 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Sunday, April 12, 2020

Current Affairs of the Day 12 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com

হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com  তোমাদের সকলকে স্বাগত জানাই। যেকোনো সরকারি চাকরি   পরীক্ষার ক্ষেত্রে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কারেন্ট জি.কে এবং স্ট্যাটিক জি.কে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে 2020 - সালের April মাসের কিছু ‘ইম্পরট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স’ নিয়ে এসেছি, যেগুলো Exam point of view থেকে খুবই important. বিশেষ করে WB PSC, SSC এবং RAIL- এর প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তো আসবেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

Current Affairs of the Day: 12 April- 2020

1. সম্প্রতি কোন আইআইটি সবচেয়ে কম খরছে 'প্রাণ-বায়ু' নামক ভেন্টিলেটর তৈরি করেছে?
A) IIT Madras
B) IIT Delhi
C) IIT Roorkee
D) IIT Bombay
ANS:  IIT Roorkee

2. সম্প্রতি NASA আগ্নেওগিরির অগ্ন্যুৎপাত ও ভুমিকম্পের সতর্কবার্তা দেওয়ার জন্য একটি স্যাটেলাইট লঞ্চ করেছে, সেটির নাম কি?
A) CSAT
B) CIRES
C) GSAT
D) PSAT
ANS:  CIRES

3. ভারতীয় রেলওয়ে দ্বারা তৈরি ভেন্টিলেটরের নাম কী?
A) Jeevan
B) Jivanta
C) Jivanarha
D) Jivanvrajati
ANS: JEEVAN

4. সম্প্রতি ইন্ডিয়া, আমেরিকাকে COVID-19 এর চিকিৎসা করার জন্য একটি ওষুধ পাঠিয়েছে, ওষুধটির নাম কি?
A) Azithromycin
B) Fluoroquinolones
C) Cephalexin
D) Hydroxychloroquine
ANS:  Hydroxychloroquine

5. COVID-19 এর সাথে লড়াই করতে কে $ 1 বিলিয়ন অনুদান দিয়েছেন?
A) Sundar Pichai
B) Mark Zuckerberg
C) Jack Dorsey
D) Kevin Systrom
ANS:  Jack Dorsey

6. লকডাউন পিরিয়ডের সময় বাচ্চাদের শেখার জন্য কোন রাজ্য একটি ইউটিউব চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে?
A) ওয়েস্ট বেঙ্গল
B) মাহারস্ট্র
C) তেলেঙ্গানা
D) কর্ণাটক
ANS:  কর্ণাটক

7. ফোর্বসের ২০২০ সালের বিশ্বের শীর্ষ ধনকুবের তালিকার শীর্ষস্থানীয় ভারতীয় বিলিয়নিয়ার কে?
A) Sunil Mittal
B) Mukesh Ambani
C) Uday Kotak
D) Radhakishan Damani
ANS:  Mukesh Ambani

8. সেন্ট্রাল গভর্নমেন্ট COVID-19 এর ব্যাপারে Frontline Healthcare Professionals দের শিক্ষা দেওয়ার জন্য একটি learning platform লঞ্চ করেছে, সেটির নাম কি?
A) IGot
D) INext
C) IStudy
D) ILEAN
ANS: IGot 





No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.