Current Affairs of the Day 13 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Monday, April 13, 2020

Current Affairs of the Day 13 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com

হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com  তোমাদের সকলকে স্বাগত জানাই। যেকোনো সরকারি চাকরি   পরীক্ষার ক্ষেত্রে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কারেন্ট জি.কে এবং স্ট্যাটিক জি.কে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে 2020 - সালের April মাসের কিছু ‘ইম্পরট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স’ নিয়ে এসেছি, যেগুলো Exam point of view থেকে খুবই important. বিশেষ করে WB PSC, SSC এবং RAIL- এর প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তো আসবেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

Current Affairs of the Day: 13 April- 2020



Q1) কোবে ব্রায়ান্টের বই “The Wizenard Series: Season one” এর সহ-লেখক কে?
a) Wesley King
b) Marie Jordan
c) Paolo Giordano
d) Tahira Kashyap
ANS:  Wesley King

Q2) ফোর্বস-২০২০ এর রিপোর্ট আনুসারে ধনী ক্রীড়া দলের মালিকদের তালিকার শীর্ষে কে আছেন?
a) Steve balmer
b) Mukesh Ambani
c) Nita Ambani
d) Jeff bezos
ANS:  Steve balmer

Q3) সম্প্রতি ভারতের কোনটি 1 No. স্মার্ট সিটি হয়ে উঠেছে?
a) Ahmedabad b) Indore c) Agra d) Gandhinagar
ANS:  Ahmedabad

Q4) International Manned Space Flight Day কবে পালিত হয়?
a) 9April b) 10 April c) 11 April d) 12 April
ANS:  12 April

Q5) সম্প্রতি কোন আইআইটি COVID-19 থেকে মুদিখানা সামগ্রী ও মুদ্রা-নোট স্যানিটাইজ করার জন্য একটি কৌশল তৈরি করেছে?
a) IIT- Roorkee b) IIT- Madras c) IIT- Gandhinagar d) IIT- Ropar
ANS:  IIT- Ropar

Q6) ‘AU Small Finance Bank’ এর MD এন্ড CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
a) Raj Vikas Verma b) Sanjay agarwal c) Anamika Roy d) UB Praveen Rao
ANS:  Sanjay agarwal

Q7) COVID -19 ডেডিকেটেড 24x7 স্বাস্থ্য চ্যানেলটি সম্প্রতি কোথায় চালু হয়েছে?
a) New Delhi b) Tamilnadu c) Nicobar d) Lakshadweep
ANS:  Nicobar

Q8) IMF এর External advisory group এর সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
a) Raghuram Rajan b) Ursula van der Leyen c) David Sasoli d) Kristin Lagarde
ANS:  Raghuram Rajan

Q9) গোল্ডম্যান স্যাচস এর মতে FY21 -এ ইন্ডিয়া’র GDP কত হতে পারে?
a) 1.6% b) 2% c) 2.6 % d) 3.6%
ANS:  1.6%

Q10) সম্প্রতি ভারত সরকার কোন দেশে ৯০,০০০ টন গম রফতানি করার কথা ঘোষণা করেছে?
a) Lebanon b) Afghanistan c) Both of the above d) Bhutan
ANS:  Both of the above

Q11) সম্প্রতি 'Jackie du Preez' মারা গেলেন, তিনি কোন খেলার সাথে যুক্ত?
a) Football b) Badminton c) Cricket d) Hockey
ANS:  Cricket




No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.