ExamProtiyogita.com এ তোমাদের সকলকে স্বাগত জানাই। যেকোনো সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কারেন্ট জি.কে এবং স্ট্যাটিক জি.কে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে 2020 - সালের April মাসের কিছু ‘ইম্পরট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স’ নিয়ে এসেছি, যেগুলো Exam point of view থেকে খুবই important. বিশেষ করে WB PSC, SSC এবং RAIL- এর প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তো আসবেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।
Current Affairs of the Day: 22-24 April, 2020
Q1. কোন রাজ্য সরকার COVID-19 এর লড়াইয়ের
জন্য "Apthamitra" হেল্পলাইন এবং অ্যাপ চালু করেছে?
a) তামিলনাড়ু
b) কর্ণাটক
c) অন্ধ্র প্রদেশ
d) তেলঙ্গানা
ANS:
(b) কর্ণাটক
Q2. কোন দেশ এই প্রথমবার তার সামরিক উপগ্রহটি লঞ্চ করেছে?
a) ইস্রায়েল
b) ইরাক
c) ইরান
d) তুরস্ক
ANS:
(c) ইরান
Q3. কোন রাজ্য তার 'সুজলাম সুফালাম জল সঞ্চয়
অভিযান' প্রকল্পের তৃতীয় পর্ব শুরু করেছে?
a) কর্ণাটক
b) মধ্য প্রদেশ
c) গুজরাট
d) ওড়িশা
ANS:
(c) গুজরাট
Q4. কোন শহর ‘Saiyam’ নামক এক মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে?
a) দিল্লি
b) মুম্বই
c) হায়দরাবাদ
d) পুনে
ANS:
(d) পুনে
Q5. নিম্নলিখিত বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে
কোন বিশ্ববিদ্যালয় যা সম্ভাব্য CoronaVirus ভ্যাকসিন মানুষের উপর টেস্ট শুরু করবে?
a) Oxford
b) Berkeley
c) Harvard
d) Yale
ANS:
(a) Oxford
Q6. নতুন প্রস্তাবিত সংশোধনী “Epidemic
Diseases Act, 1987” অনুসারে স্বাস্থ্য কর্মীদের ওপর আক্রমণ হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে
কত বছরের জেল হবে?
a) 3 বছরের জেল
b) 5 বছরের জেল
c) 10 বছর জেল
d) 7 বছরের জেল
ANS: (d) 7 বছরের জেল
Q7. কোন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ারকে Badminton
World Federation এর "আমি ব্যাডমিন্টন" হিসাবে নামকরণ করা হয়েছে?
a) সায়না নেহওয়াল
b) শ্রীকান্ত কিদম্বী
c) পারুপল্লী কাশ্যপ
d) পিভি সিন্ধু
ANS:
(d) পিভি সিন্ধু
Q8. প্রবীণ নাট্য অভিনেতা উষা গাঙ্গুলী
75 বছর বয়সে ২৩ শে এপ্রিল মারা গেছেন। তিনি নিম্নলিখিত ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে
কোনটির স্ক্রিপ্ট লিখেছিলেন?
a) রেইনকোট
b) চোখের বালি
c) শেষ বছর
d) অন্তরমহল
ANS: (a) রেইনকোট
Q9. আমেরিকার কোন শহরে দুটি বিড়াল এর শরীরে করোনা ভাইরাস
পাওয়া গেছে?
a) ওকলাহোমা
b) লস অ্যাঞ্জেলেস
c) শিকাগো
d) নিউ ইয়র্ক
ANS:
(d) নিউ ইয়র্ক
Q10. সম্প্রতি জাতীয় শিপিং বোর্ডের নতুন প্রধান হিসাবে কাকে
নিয়োগ করা হয়েছে?
a) মালিনী শঙ্কর
b) অমিতাভ কুমার
c) সতিন্দর পাল সিং
d) ক্যাপ্টেন পীযূষ সিনহা
ANS:
(a) মালিনী শঙ্কর
Q11. সম্প্রতি নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংস্থা রিপোর্ট
দিয়েছে যে ভারতে বায়ুদূষণের মাত্রা ২০ বছর আগে যা ছিল সেই পর্যায়ে পৌঁছেছে?
a) নাসা
b) ইসরো
c) ডিআরডিও
d) সিপিসিবি
ANS:
(a) নাসা
Q12. কেন্দ্র সরকার DA(Dearness
Allowance) এবং DR(Dearness Relief) বৃদ্ধির বিষয়টি কতদিন অবধি স্থগিত রেখেছে?
a) মার্চ 2021
b) জুলাই 2021
c) জুন 2020
d) অক্টোবর 2020
ANS:
(b) জুলাই 2021
Q13. ইংরেজি ভাষা দিবসটি কখন পালন করা হয়?
a) 24 শে এপ্রিল
b) 22 শে এপ্রিল
c) 23 শে এপ্রিল
d) 21 শে এপ্রিল
ANS:
(c) 23 শে এপ্রিল
Q14. চীনের প্রথম মঙ্গল অন্বেষণ মিশনের নাম কী?
a) Tianwen
b) Chiang XI
c) Mario 2
d) Tangwei
ANS:
(a)Tianwen
Q15. নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপক এমন একটি সফ্টওয়্যার তৈরি করেছেন যা এক্স-রে ব্যবহার করে 5 সেকেন্ডের মধ্যে
COVID-19 সনাক্ত করতে পারে?
a) IIT-Madras
b) IIT-Delhi
c) IIT-Kanpur
d) IIT-Roorkee
ANS:
(d) IIT-Roorkee
Q16. ‘জাতীয় পঞ্চায়েতী রাজ’ দিবসটি কবে পালন করা হয়?
a) ২৪ শে এপ্রিল
b) ২৩ শে এপ্রিল
c) ২২ শে এপ্রিল
d) ২১ শে এপ্রিল
ANS:
(a) ২৪ শে এপ্রিল
Q17. সম্প্রতি কোন দেশ
ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের থেকে $ 400 MN ঋণ “Swap” এর সুবিধা চাইছেন?
a) নেপাল
b) বাংলাদেশ
c) শ্রীলঙ্কা
d) মালদ্বীপ
ANS:
(c) শ্রীলঙ্কা
Q18. পৃথিবীব্যাপি COVID
-19 এর কারণে চেয়ারম্যান শাঙ্ক মনোহর এর মেয়াদ সম্ভবত কয়েক মাস বাড়ানোর সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। উনি কোন অর্গানাইজেশন এর হেড?
a) ICC
b) BCCI
c) IOA
d) BWF
ANS:
(a) ICC
Q19. সম্প্রতি প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী ২০২০ সালের ২৪ শে এপ্রিল নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি চালু করেছেন?
a) Swamitva Scheme
b) Samasya Scheme
c) Panchayati Raj
d) Sahyog scheme
ANS:
(a) Swamitva
Scheme
Q20.
2020 সালের 23 এপ্রিল কোন রাজ্যটি ‘Khongjom Day’ পালন করেছে?
a) আসাম
b) মণিপুর
c) মিজোরাম
d)
মেঘালয়
ANS: b) মণিপুর
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.