Current Affairs of the Day 8 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Friday, April 10, 2020

Current Affairs of the Day 8 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com


হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com তোমাদের সকলকে স্বাগত জানাই । যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কারেন্ট জি.কে এবং স্ট্যাটিক জি.কে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে 2020 - সালের April মাসের কিছু ‘ইম্পরট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স’ নিয়ে এসেছি, যেগুলো Exam point of view থেকে খুবই important. বিশেষ করে WB PSC, SSC এবং RAIL - এর প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তো আসবেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

Current Affairs of The Day: 8 April- 2020


1. COVID-19 এর সঙ্গে লড়ার জন্য ফান্ড তৈরির উদ্দেশ্যে মন্ত্রিপরিষদের দ্বারা অনুমোদিত সমস্ত এমপি, রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট এবং গভর্নরদের বেতন কত শতাংশ কমবে?
1) 25%
2) 15%
3) 10%
4) 30%


2. COVID-19 নিয়ন্ত্রণের জন্য 5 টি পধ্যতি (টেস্টিং, ট্র্যাকিং, ট্রিটমেন্ট, টিম ওয়ার্ক অ্যান্ড ট্র্যাকিং এবং মনিটরিং) ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এই পরিকল্পনা ঘোষণা করেছে?
1) নয়াদিল্লি

2) পাঞ্জাব
3) কেরালা
4) তামিলনাড়ু


3. নিউ ইয়র্কের “Bronx”
চিড়িয়াখানা থেকে আসা কোভিড -১৯ এ সংক্রামিত বাঘের নাম কী?
1) সিরি
2) নাদিয়া
3) ক্লারা
4) সারা
5) অ্যামি


4. ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে ওভারড্রাফট চালিয়ে যাওয়ার দিন সংখ্যা 14 দিন থেকে বাড়িয়ে কত দিন করেছে?
1) 33 দিন
2) 21 দিন
3) 18 দিন
4) 24 দিন

5. কোন পেমেন্টস্‌ ব্যাঙ্ক ‘ভারতী এক্সএ জেনারেল ইনস্যুরেন্স’ এর সাথে যোগ দিয়েছে?
1) জিও পেমেন্টস ব্যাংক
2) ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক
3) পেটিএম পেমেন্টস ব্যাংক
4) এয়ারটেল পেমেন্টস ব্যাংক
6. NASSCOM (National Association of Software and Services Companies) এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
1) দেবজানী ঘোষ
2) ইউবি প্রবীন রাও
3) রেখা এম মেনন
4) কেশব মুরগেশ

7. ‘PepsiCo’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার কে নিযুক্ত করা হয়েছে?
1) পুনম যাদব
2) স্মৃতিমন্ধনা
3) শেফালি ভার্মা
4)
 মিতালি রাজ

8. ভারতের কোন সংস্থা স্বাস্থ্য কর্মীদের জন্য ‘পারসনেল স্যানিটাইজেসন এনক্লোজার (PSE), ফুল ফেস মাস্ক (FFM) তৈরি করছে?
1) ডিআরডিও
2) ইসরো
3) আইআইটি-কানপুর
4) আইআইএসসি-বেঙ্গালুরু

9. Society for Innovation and Entrepreneurship (SINE) কোন ভারতীয় সংস্থার অংশ?
1) IIT-Bombay
2) IIT-Roorkee
3) IIT-Delhi
4) IIT-Hyderabad

10. ভারতের কোন রাজ্য প্রথম স্বয়ংক্রিয় "COVID- 19 মনিটরিং সিস্টেম অ্যাপ্লিকেশন" লঞ্চ করেছে?
1) গুজরাট
2) তামিলনাড়ু
3) অন্ধ্র প্রদেশ
4) তেলঙ্গানা



No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.