Current Affairs of the Day 9 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Saturday, April 11, 2020

Current Affairs of the Day 9 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com

হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com  তোমাদের সকলকে স্বাগত জানাই। যেকোনো সরকারি চাকরি   পরীক্ষার ক্ষেত্রে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কারেন্ট জি.কে এবং স্ট্যাটিক জি.কে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে 2020 - সালের April মাসের কিছু ‘ইম্পরট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স’ নিয়ে এসেছি, যেগুলো Exam point of view থেকে খুবই important. বিশেষ করে WB PSC, SSC এবং RAIL- এর প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তো আসবেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

Current Affairs of the Day: 9 April- 2020


1. COVID-19 মহামারী পরিচালনার জন্য ভারতের কোন শহর শীর্ষ স্মার্ট সিটি হিসাবে স্থান পেয়েছে?
1) কোলকাতা
2) ইন্দোর
3) আহমেদাবাদ
4) হায়দরাবাদ

2. বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে Directorate General of Foreign Trade (DGFT) সম্প্রতি কতগুলি ঔষধপ্রস্তুতের উপাদান এবং মেডিসিন রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে?
1) 22
2) 24
3) 13
4) 15
3. কোন ভারতীয় মন্ত্রনালয় COVID-19 রোগীদের জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলিকে -বিভাগে ভাগ করেছে?
1) মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রক
2) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
3) বাণিজ্য ও শিল্প মন্ত্রক
4) স্বরাষ্ট্র মন্ত্রক

4. সম্প্রতি ছাত্রদের জন্য COVID-19 -এর সঙ্গে লড়াইয়ের জন্য মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রক (MHRD) ও AICTE যে উদ্যোগ নিয়েছে তার নাম কি?
1) Shagun
2) Samrath
3) Samridhhi
4) Samadhan

5. COVID-19 মহামারির জন্য সার্ক (SAARC) উন্নয়ন তহবিল কর্তৃক কত টাকা বরাদ্দ হয়েছে?
1) 5 মিলিয়ন USD
2) 21 মিলিয়ন USD
3) 20 মিলিয়ন
USD
4) 12 মিলিয়ন
USD

6. Bharti AXA Life Insurance সংস্থা MD and CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
1) বিকাশ শেঠ
2) তপন সিংহেল
3) পরাগ রাজা
4) আদিত্য শর্মা

7. কোন ব্যাংক COVID-19 এর প্রভাব মোকাবেলা জন্য SHG, FPO and Farming -এর জন্য চারটি স্কিম লঞ্চ করেছে?
1) ব্যাংক অফ বরোদা
2) ব্যাংক অফ মহারাষ্ট্র
3) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
4) সিন্ডিকেট ব্যাংক

8. কোন কম্পানি GMR Kamalanga Energy Limited. এর 100 % stake কিনে নিয়েছে?
1) Adani Power Limited
2) JSW Energy Ltd.
3) Reliance Energy Generation Limited
4) Tata Power Company Ltd

9. কোন জাপানী মাল্টিন্যাশনাল সংস্থা ABB Management Holding AG এর ৮০.১% শেয়ার মূলধন অর্জন করেছে?
1) হিটাচি
2) মিটসুই
3) হুয়াই
4) সুমিটোমো

10. বিখ্যাত Honor Blackman সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন?
1) গায়ক
2) সংগীতশিল্পী
3) অভিনেত্রী
4) ফটোগ্রাফার
5) আইনজীবী

11. Radomir Antic- সম্প্রতি মারা গেছেন। তিনি কোন খেলার বিখ্যাত কোচ?
2) হকি
5) ফুটবল
3) ক্রিকেট
4) রাগবি




No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.