Indian Constitution Practice Set-2 | For NTPC, RRC Group D, ALP, JE | Examprotiyogita.com - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Sunday, April 5, 2020

Indian Constitution Practice Set-2 | For NTPC, RRC Group D, ALP, JE | Examprotiyogita.com


হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com তোমাদের সকলকে স্বাগত জানাই । যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে General Awareness (History, Geography, Indian Constitution, Indian Economy, General Science) - এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS-- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য General Awareness একটি আলাদা মাত্রা রাখে । এই সব বিষয় গুলির প্রত্যেকটি চ্যপ্টার ভালকরে পড়ার পর নিয়মিতরুপে প্র্যক্টিস দারকার, তাই আমরা এইসব বিষয়ের ওপর কিছু Importent Practice Set নিয়ে এসেছি । যেগুলো কোন না কোনো পরীক্ষায় বারবার এসেছে এবং Exam point of view থেকে খুবই important. তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

ভারতের সংবিধান (Indian Constitution) Set-2


26. ভারতের রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পূর্বে অপসারণের জন্য কার সুপারিশের প্রয়োজন?
() প্রধানমন্ত্রী () লোকসভার স্পিকার () ভারতের প্রধান বিচারপতি () সংসদের উভয়সভা

27. ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি মৌলিক কর্তব্য বর্ণনা করে?
() দ্বিতীয় খণ্ড () পার্ট III () পর্ব V () অংশ IVA

28. ভারতে রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত?
() 30 বছর () 25 বছর () 35 বছর () 45 বছর

29. ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারে—“পাচার, জোর জবরদস্তি শ্রম এবং 14 বছরের কম বয়সীদের কাজ করা নিষেধ” এর কথা বলা হয়েছে?
() সমতার অধিকার () স্বাধীনতার অধিকার
() শোষণের বিরুদ্ধে অধিকার () ধর্মের স্বাধীনতার অধিকার

30. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফেডারাল সরকারের বৈশিষ্ট্য?
() সংসদের আধিপত্য () বিচার বিভাগের আধিপত্য
() ফেডারেল ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন () একক নাগরিকত্ব

31. কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
() অনুচ্ছেদ 32 () অনুচ্ছেদ 349 () অনুচ্ছেদ 360 () অনুচ্ছেদ 355

32. ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকার বলে দেশের সমস্ত ব্যক্তি দেশের আইন দ্বারা সমানভাবে সুরক্ষিত থাকবে?
() সমতার অধিকার () স্বাধীনতার অধিকার
() শোষণের বিরুদ্ধে অধিকার () ধর্মের স্বাধীনতার অধিকার

33. ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারের মধ্যে অস্পৃশ্যতা বিলোপ এর কথা বলা আছে?
() স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার
() ধর্মের স্বাধীনতার অধিকার
() সাম্যের অধিকার
() সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার

34. বিলটি মানি বিল কিনা তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার?
() লোকসভার স্পিকার () প্রধানমন্ত্রী
() রাষ্ট্রপতি () অর্থমন্ত্রী

35. অল ইন্ডিয়া সার্ভিসের সদস্যরা কাকে সেবা দেয়?
() কেন্দ্রীয় সরকার () রাজ্য সরকার
() কেন্দ্রশাসিত অঞ্চল () কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই

36. ভারতের ভাইস প্রেসিডেন্টের পদটি কত বছরের?
() 4 বছর () 5 বছর () 2 বছর () 6 বছর

37. 1962 সালের ভারত-চীন যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
() আর.এন. থাপার () ভি.কে. কৃষ্ণ মেনন
() গোবিন্দ বল্লভ পান্ত () জগজীবন রাম

38. জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
() 1949গ () 1999 () 1972 () 1997

39. ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারে বলা আছে প্রত্যেক ব্যক্তির নিজের পছন্দের ধর্মের অনুশীলন ও প্রচারের অধিকার রয়েছে?
() সমতার অধিকার () স্বাধীনতার অধিকার
() শোষণের বিরুদ্ধে অধিকার () ধর্মের স্বাধীনতার অধিকার

40. স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?
() এমসি সীতাবর () বি আর আম্বেদকর
() কৈলাশনাথ কাটজু () রফিআহমেদ কিদওয়াই

41. নিচের কোনটি রাজ্যের নীতিমালার নির্দেশিকা নীতির অন্তর্ভুক্ত নয়?
() অ্যালকোহল নিষিদ্ধ () কাজের অধিকার
() সমান কাজের জন্য সমান বেতন () তথ্যের অধিকার

42. কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর কখন অধ্যাদেশ জারি করতে পারে?
() রাষ্ট্রপতির কাছ থেকে নির্দেশ পেয়েই একজন অধ্যাদেশ জারি করতে পারে
() বিধানসভার সুপারিশক্রমে কোনও অধ্যাদেশ জারি করতে পারে 
() তার বিবেচনার ভিত্তিতে অধ্যাদেশ জারি করতে পারে
() যে কোনও অধ্যাদেশ জারি করতে পারে না

43. মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত ব্যক্তি-
() রাজ্য আইনসভার কোনও সদস্যের সদস্য হওয়া উচিত নয় 
() রাজ্য আইনসভার যে কোন হাউসের সদস্য হতে হবে
() রাজ্য আইনসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য অবশ্যই যোগ্য হতে হবে
() কেবলমাত্র আইনসভা পরিষদের সদস্য হতে হবে

44. ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে?
() পাঁচ () সাত () নয় () এগারো

45. "বন" ভারতের সংবিধানের সপ্তম তফসিলে কোন তালিকায় তালিকাভুক্ত রয়েছে?
() ইউনিয়ন () রাজ্য () গ্লোবাল () সমবর্তী

46. গভর্নর পদে নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স কত?
() 25 বছর () 30 বছর () 35 বছর () 40 বছর

47. একটি ঐতিহ্য হিসাবে রাষ্ট্রের গভর্নর নিয়োগের সময় রাষ্ট্রপতি কাকে পরামর্শ দেন?
() রাজ্যের মুখ্যমন্ত্রী () ভারতের প্রধান বিচারপতি
() রাজ্য কাউন্সিলের মন্ত্রী () উপরের কোনটিই নয়

48. যদি রাজ্যের রাজ্যপাল তার মেয়াদ শেষ হওয়ার আগে তার পদ ত্যাগ করতে চান, তবে তিনি কার কাছে পদত্যাগ পত্র দেবেন?
() রাষ্ট্রপতি () প্রধানমন্ত্রী () কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী () ভারতের প্রধান বিচারপতি

49. "বিদেশী এখতিয়ার" ভারতের সংবিধানের সপ্তম তফসিলে প্রদত্ত কোন তালিকায় তালিকাভুক্ত হয়েছে?
() ইউনিয়ন () রাজ্য () গ্লোবাল () সমবর্তী

50. রাজ্যের রাজ্যপালের কার্যকাল কতকাল?
() রাষ্ট্রপতির ইচ্ছা অবধি
() যতক্ষণ মুখ্যমন্ত্রীর আস্থা সন্তুষ্ট হয়
() যতক্ষণ তাঁর রাজ্য পরিষদের মন্ত্রীদের আস্থা থাকে
() যতক্ষণ তাঁর রাজ্য আইনসভার আস্থা থাকে



No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.