হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com এ তোমাদের সকলকে স্বাগত জানাই । যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে General
Awareness (History, Geography,
Indian Constitution, Indian Economy, General Science) - এর গুরুত্ব অপরিসীম
। বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL,
SSC CGL, SSC CHSL, SSC MTS-- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য
General Awareness একটি আলাদা মাত্রা রাখে । এই সব বিষয় গুলির প্রত্যেকটি চ্যপ্টার
ভালকরে পড়ার পর নিয়মিতরুপে প্র্যক্টিস দারকার, তাই আমরা এইসব বিষয়ের ওপর কিছু Importent Practice Set নিয়ে এসেছি । যেগুলো কোন না কোনো পরীক্ষায় বারবার এসেছে এবং
Exam point of view থেকে খুবই important. তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব
করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে
যায় ।
ভারতের সংবিধান (Indian Constitution) Set-3
51. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে
বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল?
(ক) ৩৬৫ নং ধারা (গ) ৩৬৯
নং ধারা
(খ) ৩৬৮ নং ধারা (ঘ) ৩৭০ নং ধারা
52. ভারতের কোন্ রাজ্যের স্বতন্ত্র সংবিধান ছিল?
(ক) জম্মু ও কাশ্মীর (গ) সিকিম
(খ) অরুণাচলপ্রদেশ (ঘ) মহারাষ্ট্র
53. ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত সর্বশেষ রাজ্য কোনটি?
(ক) ঝাড়খণ্ড (গ) তেলেঙ্গানা
(খ) উত্তরাখণ্ড (ঘ) ছত্তিশগড়
54. ভারতের সংবিধানে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা
(দিল্লি সহ) কয়টি?
(ক) ৫টি (গ) ৮টি
(খ) ৭টি (ঘ) ৯টি
55. গোয়া পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে কত সালে?
(ক) ১৯৭৮ সালে (গ) ১৯৮৭ সালে
(খ) ১৯৮০ সালে (ঘ) ১৯৮৯
সালে
56. অসম রাজ্য পুনর্গঠিত হয় সংবিধানের কত তম সংশোধনের
দ্বারা?
(ক) ২১ তম সংশোধনের দ্বারা
(খ) ২২ তম সংশোধনের
দ্বারা
(গ) ২৩ তম সংশোধনের দ্বারা
(ঘ) ২৪ তম সংশোধনের দ্বারা
57. দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করা হয় কত
সালে?
(ক) ১৯৯১ সালে (গ) ১৯৯৩ সালে
(খ) ১৯৯২ সালে (ঘ) ১৯৯৪
সালে
58. কোন মামলায় সুপ্রিমকোর্ট প্রস্তাবনাকে সংবিধানের
অংশ নয় বলে ঘোষণা করে?
(ক) গোপালন মামলায় (খ)
বেরুবাড়ি মামলায়
(গ) মিনার্ভা মিলস মামলায় (ঘ) গোলকনাথ মামলায়
59. ভারতের সংবিধানে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
(ক) ২৯টি (গ) ২৭টি (খ) ৩০টি
(ঘ) ২৮টি
60. কত নম্বর ধারা অনুযায়ী বিদেশি রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত
এবং নতুন রাজ্য গঠন করা যায়?
(ক) ১নং ধারা (গ) ৩নং ধারা
(খ) ২নং ধারা (ঘ) ৪নং ধারা
61. ভারতের সংবিধানে যে নাগরিকত্বের ব্যবস্থা বর্ণিত হয়েছে
তা হল--
(ক) বহু নাগরিকত্ব (গ) এক নাগরিকত্ব
(খ) দ্বি-নাগরিকত্ব (ঘ)
চতুর্থ নাগরিকত্ব
62. ভারতের নাগরিকত্ব আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?
(ক) ১৯৫২ খ্রিস্টাব্দে (খ)
১৯৫৩ খ্রিস্টাব্দে (গ) ১৯৫৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
63. ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে কে শর্তাবলি
প্রয়োগ করতে পারে?
(ক) রাষ্ট্রপতি। (খ) সংসদ
(গ) নির্বাচন কমিশন (ঘ) সংসদ ও রাজ্য বিধানসভা
64. ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটি গঠিত হয় তা হল--
(ক) মধ্যপ্রদেশ (গ) মহারাষ্ট্র
(খ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) মহীশূর
65. সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে কত
সালে?
(ক) ১৯৬১ সালে (গ) ১৯৭১
সালে
(খ) ১৯৬৭ সালে (ঘ) ১৯৭৫ সালে
66. কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়?
(ক) দ্বৈত নাগরিকত্ব (খ) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার
(গ) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র
(ঘ) একক নাগরিকত্ব
67. ভারতের সংবিধানে নাগরিকের কয়টি মৌলিক অধিকার স্বীকৃত
হয়েছে?
(ক) ৭টি (খ) ৮টি (গ) ৯টি
(ঘ) ৬টি
68. মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারটি বাদ
দেওয়া হয়েছে সংবিধানের কত তম সংশোধনীতে?
(ক) ৪২ তম সংশোধনীতে (খ) ৪৪ তম সংশোধনীতে
(গ) ৪৬ তম সংশোধনীতে (ঘ)
৫২ তম সংশোধনীতে
69. সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে বিনা ব্যয়ে দরিদ্রদের
জন্য আইনের সাহায্যদানের ব্যবস্থা করা হয়েছে?
(ক) ৭৩ তম (খ) ৪৪ তম (গ) ৪২ তম
(ঘ) ২৪ তম
70. ভারতের সংবিধানে কয় ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত
হয়েছে?
(ক) ৬ ধরনের (খ) ৭ ধরনের (গ) ৯ ধরনের (ঘ) ১০ ধরনের
71. নীচের কোন ধারাটিকে ড. আম্বেদকর সংবিধানের ‘Heart
and Soul’ বলে বর্ণনা করেছেন?
(ক) ১৯ নং ধারা (খ) ২০ নং
ধারা (গ) ২১ নং ধারা (ঘ) ৩২ নং ধারা
72. ব্যক্তির অধিকারের রক্ষাকবচ কোনটিকে বলা হয়?
(ক) ম্যান্ডামাস (গ) সার্টিওরারি
(খ) হেবিয়াস কর্পাস (ঘ) প্রহিবিশন
73. ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ, কারণ—
(ক) এর একটি পার্লামেন্ট
আছে (খ) এর একটি সুপ্রিমকোর্ট আছে
(গ) এর একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান আছে (ঘ) এর একটি নির্দিষ্ট শাসনতন্ত্র আছে
74. ভারতের নাগরিকের ভোটাধিকার লাভের বয়ঃসীমা কত ?
(ক) ১৮ বছর (খ) ২০ বছর (গ) ২১ বছর (ঘ) ২২ বছর
75. জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন কে?
(ক) রাষ্ট্রপতি (গ) আদালত
(খ) প্রধানমন্ত্রী (ঘ) সংসদ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.