Indian Constitution Practice Set-4 | For NTPC, RRC Group D, ALP, JE | Examprotiyogita.com - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Wednesday, April 8, 2020

Indian Constitution Practice Set-4 | For NTPC, RRC Group D, ALP, JE | Examprotiyogita.com


হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com তোমাদের সকলকে স্বাগত জানাই । যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে General Awareness (History, Geography, Indian Constitution, Indian Economy, General Science) - এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য General Awareness একটি আলাদা মাত্রা রাখে । এই সব বিষয় গুলির প্রত্যেকটি চ্যপ্টার ভালকরে পড়ার পর নিয়মিতরুপে প্র্যক্টিস দারকার, তাই আমরা এইসব বিষয়ের ওপর কিছু Importent Practice Set নিয়ে এসেছি । যেগুলো কোন না কোনো পরীক্ষায় বারবার এসেছে এবং Exam point of view থেকে খুবই important. তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

ভারতের সংবিধান (Indian Constitution) Set-4


76. ভারতের সংবিধান কোন্ প্রতিষ্ঠানকে মৌলিক অধিকারটি রক্ষার দায়িত্ব দিয়েছে?

() শাসন বিভাগকে () বিচার বিভাগ

() আইন বিভাগকে () এদের কাউকেই নয়

77. সংবিধানে কতগুলি নির্দেশমূলক নীতি বর্ণিত আছে?
() ১৩ টি () ১৫ টি
() ১৭ টি () ১১ টি 

78. সংবিধানের কোন অধ্যায়ে নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ হয়েছে?
() প্রথম () তৃতীয়
() দ্বিতীয় () চতুর্থ

79. নীচের কোন মৌলিক অধিকারটি নাগরিকের বিদেশিরা সমভাবে ভোগ করতে পায় না?
() বাক্ স্বাধীনতা () সমানাধিকার
() ব্যক্তিগত স্বাধীনতার অধিকার () সরকারি চাকুরি লাভের অধিকার 

80. জরুরি অবস্থা চলাকালীন সময়েও রাষ্ট্রপতি মৌলিক অধিকারের কত নম্বর ধারাটি সংকুচিত করতে পারে না?
() ১৯ নং ধারা () ২১ নং ধারা () ২২ নং ধারা () ৩২ নং ধারা

81. ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরণে লিপিবদ্ধ হয়েছে?
() আয়ারল্যান্ড () আমেরিকা () রাশিয়া () কানাডা

82. কোন্ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বলা হয় যে, মৌলিক অধিকার সংশোধনের অধিকার পার্লামেন্টের আছে, কিন্তু সংবিধানের মৌল কাঠামো (Basic Structure) পরিবর্তন করা যাবে না?
() গোলকনাথ মামলা, ১৯৬৭ () দেবদসন মামলা, ১৯৬৯
() কেশবানন্দ ভারতী মামলা, ১৯৭৩ () মিনার্ভা মিলস্ মামলা, ১৯৮০ 

83. কততম সংবিধান সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে, মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে?
() ৩১ তম () ৪২ তম () ৪৩ তম () ৪৪ 

84. পার্লামেন্ট অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে--
() ১৯৫০ সালে () ১৯৫৫ সালে () ১৯৫৩ সালে () ১৯৫৬ সালে

85. কর্মের অধিকার হল একটি?
() রাজনৈতিক অধিকার () সামাজিক অধিকার () অর্থনৈতিক অধিকার () পৌর অধিকার 

86. রাষ্ট্রের নির্দেশমূলক নীতির কোন্ ধারাটিতে দেশের বিচার বিভাগকে শাসনবিভাগ থেকে পৃথক রাখার কথা ঘোষণা করা হয়েছে?
() ৪৯ নং ধারা () ৫০ নং ধারা () ৫২ নং ধারা () ৫৭ নং ধারা

87. নীচের কোন সংশোধনীতে নির্দেশাত্মক নীতিকে মৌলিক অধিকারের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে
() ২৪ তম () ৪২ তম () ৪৪ তম () ৪৭ তম 

88. তম সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টগলি মৌলিক অধিকারসমূহ বলবৎকরণের জন্য লেখ জারি করতে পারে?
() ২২৬ নং ধারা () ১২৬ নং ধারা
() ১৩২ নং ধারা () ৩২ নং ধারা

89. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি উল্লিখিত হয়েছে--
() তৃতীয় অধ্যায়ে () চতুর্থ অধ্যায়ে () চতুর্থ () অধ্যায়ে () পঞ্চম অধ্যায়ে

90. ভারতের সার্বভৌমত্ব, ঐক্য সংহতিকে সমর্থন রক্ষা করা একটি---
() মৌলিক অধিকার () নির্দেশমূলক নীতি
() মৌলিক কর্তব্য () কোনোটাই নয়

91. ভারতের সংবিধানে কেন্দ্রীয় তালিকায় কয়টি বিষয় অন্তর্ভুক্ত আছে?
() ৯৯টি () ৯৭টি () ৯৬টি () ৬১টি 

92. বর্তমানে সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের সংখ্যা
() ৭টি () ৯টি () ১০টি () ১১টি

93. ভারতের সংবিধানে রাজ্য তালিকায় কয়টি বিষয় অন্তর্ভুক্ত আছে?
() ৬৬টি () ৬৫টি () ৬২টি () ৬১টি

94. কয়টি তালিকার মাধ্যমে ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে?
() দুটি () তিনটি () চারটি () পাঁচটি

95. ভারতের সংবিধানে যুগ্মতালিকায় কয়টি বিষয় আছে?
() ৬১টি () ৫১টি () ৫৬টি () ৫২টি 

96. সংবিধান অনুসারে রাষ্ট্রপতি কত বছর অন্তর একটি করে অর্থ কমিশন নিয়োগ করবেন ?
 () প্রতি বছর অন্তর () প্রতি বছর অন্তর () প্রতি বছর অন্তর () প্রতি ১০ বছর অন্তর 

97. অর্থকমিশনের সদস্য সংখ্যা হল--
() জন () জন () জন () জন

98. সংবিধান কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বণ্টনের ব্যাপারে যুগ্ম তালিকাটি অনুকরণ করা হয়েছে
() অস্ট্রেলিয়া () জার্মানি () গ্রেট ব্রিটেন () মার্কিন যুক্তরাষ্ট্র

99. শিক্ষা বর্তমানে কোন্ তালিকাভুক্ত?
() কেন্দ্রীয় তালিকা () যুগ্ম তালিকা
() রাজ্য তালিকা () তালিকাভুক্ত নয় 

100. ২০১৫ সালের জানুয়ারী যোজনা কমিশনের বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করল
() নীতি কমিশন () নীতি আয়োগ () নীতি সঙ্কলন () কোনটাই নয়


No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.