(ক) রাষ্ট্রপতিকে (গ) প্রধানমন্ত্রীকে
(খ) পার্লামেন্টকে (ঘ) মন্ত্রীপরিষদকে
102. আন্তঃরাজ্য পরিষদ গঠিত হবে কত জন সদস্য নিয়ে ?
(ক) ৩ জন সদস্য নিয়ে (খ)
৫ জন সদস্য নিয়ে
(গ) ৭ জন সদস্য নিয়ে (ঘ) সংবিধানে সুস্পষ্টভাবে
কিছু বলা নেই
103. প্রধানত কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের পর্যালোচনা
করার জন্য গঠিত হয় —
(ক) সারকারিয়া কমিশন (খ) মণ্ডল কমিশন
(গ) রঙ্গরাজন কমিশন (ঘ)
জি. ডি. পি কমিশন
104. রাষ্ট্রপতির স্বাভাবিক কার্যকালের মেয়াদ কত বছর?
(ক) ৪ বছর (গ) ৬ বছর
(খ) ৫ বছর (ঘ) ১০ বছর
105. কোনো কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে রাষ্ট্রপতি নির্বাচনের
সময় কত দিনের মধ্যে?
(ক) ১ মাসের মধ্যে (গ) ৬ মাসের মধ্যে
(খ) ৩ মাসের মধ্যে (ঘ) ১
বছরের মধ্যে
106. রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকলেও পার্লামেন্টের সুপারিশ
ছাড়া পদচ্যুত করতে পারেন না --
(ক) ভারতের নির্বাচন কমিশনের
সদস্যগণকে
(খ) কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে
(গ) অ্যাটর্নি জেনারেলকে
(ঘ) রাজ্যপালগণকে
107. রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধানভঙ্গের অভিযোগ আনতে
পারে—
(ক) একমাত্র লোকসভা (খ)
একমাত্র রাজ্যসভা
(গ) লোকসভা ও রাজ্যসভা উভয়ই (ঘ) অঙ্গরাজ্যের যে-কোনো বিধানসভা
108. রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে প্রার্থীর বয়স কমপক্ষে
কত হতে হবে?
(ক) ৪০ বছর (গ) ৩০ বছর
(খ) ২৫ বছর (ঘ) ৩৫ বছর
109. একটি জোনাল কাউন্সিলের বা আঞ্চলিক পরিষদের পদাধিকার
বলে কে সভাপতি হন ?
(ক) যেখানে জোনাল কাউন্সিল
সভা করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী
(খ) যে রাজ্যে জোনাল কাউন্সিল
সভা করে সেই রাজ্যের রাজ্যপাল।
(গ) স্বরাষ্ট্রমন্ত্রী
(ঘ) ওপরের কোনটিই নয়
110. ভারতের রাষ্ট্রপতির সর্বোচ্চ বয়সসীমা কত?
(ক) ৬০ বছর (খ) ৬৫ বছর (গ)
৭৫ বছর (ঘ) কোনো নির্দিষ্ট
বয়স সীমা নেই
111. সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কে?
(ক) রাষ্ট্রপতি (গ) পার্লামেন্ট
(খ) প্রধানমন্ত্রী (ঘ) কেন্দ্রীয়
মন্ত্রীপরিষদ
112. সংবিধান ভঙ্গের দায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে
ইম্পিচমেন্ট পদ্ধতির সাহায্যে --
(ক) সুপ্রিম কোর্ট
(খ) লোকসভা
(গ) রাজ্যসভা
113. ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কবে?
(ক) ১৯৬২ সালে (গ) ১৯৭১ সালে
(খ) ১৯৬৫ সালে (ঘ) ১৯৭৫
সালে
114. ভারতের রাষ্ট্রপতি হলেন —
(ক) শাসকপ্রধান (খ) রাষ্ট্রপ্রধান
(গ) শাসকপ্রধান ও রাষ্ট্রপ্রধান
(ঘ) এগুলির কোনোটিই নয়
115. আজ পর্যন্ত ভারতে কত বার জাতীয় জরুরি অবস্থার ঘোষণা
করা হয়—
(ক) এক বার (খ) দু’বার (গ) তিন বার
(ঘ) চার বার
116. রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ দেখা দিলে
তার সমাধান করে কে?
(ক) সুপ্রিম কোর্ট (গ) প্রধানমন্ত্রী
(খ) উপরাষ্ট্রপতি (ঘ) লোকসভার
অধ্যক্ষ
(ঘ)
সংসদের উভয় কক্ষ যৌথভাবে
117. আজ পর্যন্ত ভারতে আর্থিক জরুরি অবস্থার ঘোষণা কত
বার করা হয়েছে?
(ক) একবার (খ) দু’বার
(গ) তিনবার (ঘ) একবারও হয়নি
118. রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করেন
--
(ক) প্রধানমন্ত্রীর সচিবালয়
(খ) লোকসভার স্পিকার
(গ) ভারতের নির্বাচন কমিশন (ঘ) সুপ্রিম কোর্ট
119. রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে বা অসুস্থতার
জন্য কর্তব্য পালন না করতে পারলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন ?
(ক) লোকসভার অধ্যক্ষ
(খ) প্রধানমন্ত্রী
(গ) ভারতের প্রধান বিচারপতি
(ঘ) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
120. রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন --
(ক) প্রধানমন্ত্রীর সুপারিশ
মতে
(খ) কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সুপারিশ মতে
(গ) পার্লামেন্টের সুপারিশ
মতে
(ঘ) নিজের খুশি মতো
121. রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণের অধিকারী নয়
?
(ক) রাজ্য বিধানপরিষদের সদস্যগণ (খ) রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণ
(গ) রাজ্যসভার নির্বাচিত
সদস্যগণ (ঘ) লোকসভার নির্বাচিত সদস্যগণ
122. সংসদ কর্তৃক অনুমোদিত না হলে জরুরি অবস্থা বলবৎ থাকতে
পারে —
(ক) একমাস পর্যন্ত (গ) তিনমাস
পর্যন্ত
(খ) দু'মাস পর্যন্ত (ঘ) ছ'মাস পর্যন্ত
123. মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি পদত্যাগ করতে
চাইলে পদত্যাগ পত্র দেবেন কার কাছে?
(ক) প্রধানমন্ত্রীর কাছে
(খ) উপরাষ্ট্রপতির
কাছে
(গ) পার্লামেন্টের কাছে
(ঘ) ভারতের প্রধান বিচারপতির কাছে
124. নীচের কোন ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি
পদে নির্বাচিত হয়েছিলেন?
(ক) ড. রাজেন্দ্রপ্রসাদ
(খ) ভি. ভি. গিরি (গ) ড. সর্বপল্লি রাধাকৃষন (ঘ) ড. নীলম সঞ্জীব রেড্ডি
125. বর্তমানে ভারতের রাষ্ট্রপতি বেতন পান মাসিক
(ক) ১,০০,০০০ টাকা (খ) ১,২৫,০০০
টাকা (গ) ১,৫০,০০০
টাকা (ঘ) ১,১০, ০০০ টাকা
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.