126. কেন্দ্রীয় মন্ত্রীপরিষদে কতজন মন্ত্রী থাকতে পারেন
(ক) ২৫ জন (খ) ৪৫ জন (গ)
৭৫ জন (ঘ) কোনো নির্দিষ্ট
সংখ্যা নেই
127. নীচের কোন ব্যক্তির বেতন আয়কর মুক্ত ?
(ক) রাষ্ট্রপতি (খ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (গ) নির্বাচন কমিশনার
(ঘ) এঁদের প্রত্যেকের
128. সংসদের সদস্য নয় এমন কোনো ব্যক্তি কতদিন পর্যন্ত
মন্ত্রীপদে থাকতে পারেন?
(ক) ১ মাস (খ) ৩ মাস (গ) ৬ মাস
(ঘ) ১ বছর
129. ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন
(ক) লোকসভার সদস্যদের দ্বারা
(খ) প্রত্যক্ষভাবে জনগণের
দ্বারা
(গ) পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে
গঠিত একটি নির্বাচনী সংস্থার দ্বারা
(ঘ) রাজ্যসভার সদস্যদের
দ্বারা
130. ভারতের প্রধানমন্ত্রী --
(ক) রাষ্ট্রপ্রধান (খ) সরকারের প্রধান
(গ) রাষ্ট্রপ্রধান ও সরকারের প্রধান (ঘ) এর কোনোটিই নয়
131. উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কোন ব্যক্তিকে কত
বছর বয়স্ক হতে হবে?
(ক) ২৫ বছর বয়স
(খ) ৩০ বছর বয়স
(গ) ৩৫ বছর বয়স
(ঘ) ৪০ বছর বয়স
132. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে
নিয়োগ করেন ?
(ক) ৬০ নং (গ) ৭৫ নং
(খ) ৬২ নং (ঘ) ৮৪ নং
133. উপরাষ্ট্রপতির কার্যকাল কত দিন?
(ক) ৫ বছর (খ) ৬ বছর (গ) ১০ বছর (ঘ) রাষ্ট্রপতির ইচ্ছানুসারে
134. প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়স কত হতে পারে ?
(ক) ২৫ বছর (গ) ৩৫ বছর
(খ) ৩০ বছর (ঘ) ৪০ বছর
135. উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন --
(ক) লোকসভার অধিবেশনে
(খ) রাজ্যসভার অধিবেশনে
(গ) পরিকল্পনা কমিশনের সভায়
(ঘ) জাতীয় উন্নয়ন পর্ষদের
সভায়
136. কোনো মন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় অনাস্থা পাশ হলে
--
(ক) সমগ্র মন্ত্রীপরিষদকেই পদত্যাগ করতে হয়
(খ) উক্ত মন্ত্রীসহ প্রধানমন্ত্রীকে
পদত্যাগ করতে হয়
(গ) লোকসভা ভেঙ্গে দেওয়া
হয়
(ঘ) উক্ত মন্ত্রীকেই শুধু
পদত্যাগ করতে হয়
137. উপরাষ্ট্রপতি সর্বাধিক কতদিন পর্যন্ত রাষ্ট্রপতির
দায়িত্ব পালন করতে পারেন?
(ক) এক মাস (খ) দু মাস
(গ) তিন মাস (ঘ) ছয়
মাস
138. জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যান হলেন--
(ক) স্বরাষ্ট্রমন্ত্রী (খ)
প্রতিরক্ষামন্ত্রী (গ) প্রধানমন্ত্রী (ঘ) অর্থমন্ত্রী
139. উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে মাসিক
কত বেতন পান?
(ক) ৯০,০০০ টাকা (খ) ১,০০,০০০
টাকা (গ) ১,১০,০০০ টাকা (ঘ) ১,২৫,০০০ টাকা
140. ভারতের রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত
হয়েছিলেন কে ?
(ক) জওহরলাল নেহরু (খ) ইন্দিরা গান্ধি
(গ) মোরারজি দেশাই (ঘ) অটল বিহারী বাজপেয়ী
141. উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে পদচ্যুতি সংক্রান্ত
নোটিশ রাজ্যসভা ও লোকসভার কতজন সদস্যদের ভোট দ্বারা গৃহীত হতে হয় ?
(ক) দুই-তৃতীয়াংশ ভোটে
(খ) এক-চতুর্থাংশ ভোটে
(গ) সংখ্যাগরিষ্ঠের ভোটে
(ঘ) অর্ধেক সদস্যের ভোটে
142. কেন্দ্রীয় মন্ত্রীসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে
—
(ক) রাষ্ট্রপতির কাছে (খ) লোকসভার কাছে
(গ) পার্লামেন্টের কাছে (ঘ) মুখ্য নির্বাচন কমিশনারের কাছে
143. রাষ্ট্রপতি কোনো সাধারণ বিলকে পুনর্বিবেচনার জন্য
কতবার ফেরত পাঠাতে পারেন ?
(ক) একবার (খ) দুবার (গ) তিনবার (ঘ) যতবার খুশি
144. সংবিধান কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের কয়টি স্তরের
কথা বলা হয়েছে ?
(ক) দুটি (খ) তিনটি (গ)
চারটি (ঘ) কোনো স্তরের
উল্লেখ নেই
145. ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন ?
(ক) মোরারজি দেশাই (খ) যশোবন্ত চ্যবন (গ) দেবীলাল (ঘ) এল. কে. আদবানি
146. কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যগণ কার দ্বারা নিযুক্ত
হন ?
(ক) রাষ্ট্রপতির দ্বারা (খ) নির্বাচন কমিশনের দ্বারা (গ) সুপ্রিম কোর্টের দ্বারা
(ঘ) লোকসভার স্পিকার দ্বারা
147. ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় কাদের নিয়ে ?
(ক) লোকসভা ও রাজ্যসভাকে
নিয়ে
(খ) লোকসভা, বিধানসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে
(গ) লোকসভা, বিধানসভা ও
রাষ্ট্রপতিকে নিয়ে
(ঘ) লোকসভা, রাজ্যসভা ও
বিধানসভাকে নিয়ে
148. লোকসভা প্রথম গঠিত হয় কত সালে?
(ক) ১৯৫০ সালে (গ) ১৯৫২ সালে
(খ) ১৯৫১ সালে (ঘ) ১৯৪৭
সালে
149. লোকসভায় কতজন নির্বাচিত সদস্য থাকতে পারেন?
(ক) ৫৪৫ জন (গ) ৫৫২ জন
(খ) ৫৫০ জন (ঘ) ৫৫৪ জন
150. লোকসভার সদস্যগণ নির্বাচিত হন কত বছরের জন্য?
(ক) ৫ বছরের জন্য (গ) ৪ বছরের জন্য
(খ) ৬ বছরের জন্য (ঘ) ৩
বছরের জন্য
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.