ExamProtiyogita.com এ তোমাদের সকলকে স্বাগত জানাই ।যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে General Awareness (History, Geography, Indian Constitution, Indian Economy, General Science) - এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য General Awareness একটি আলাদা মাত্রা রাখে । এই সব বিষয় গুলির প্রত্যেকটি চ্যপ্টার ভালকরে পড়ার পর নিয়মিতরুপে প্র্যক্টিস দারকার, তাই আমরা এইসব বিষয়ের ওপর কিছু Importent Practice Set নিয়ে এসেছি । যেগুলো কোন না কোনো পরীক্ষায় বারবার এসেছে এবং Exam point of view থেকে খুবই important. তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।
INDIAN HISTORY (SET-1)
Mehrgarh and Indus Valley Civilization
Q1.
বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে?
a) লোথাল b) হরপ্পা c) মহেনজোদারো d) কালিবঙ্গান
ANS:
c) মহেনজোদারো
Q2.
নিম্নলিখিত কোন্টি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য?
(i) এই সভ্যতায় বড়ো বড়ো দুর্গ ও মন্দির গড়ে উঠেছিল
(ii) এই সভ্যতার অধিবাসীরা নারী ও পুরুষ উভয় দেবতারই
উপাসনা করত
(iii) যুদ্ধের সময় ঘোড়াচালিত রথের ব্যবহার করা হত
নীচের সংকেতগুলির সাহায্যে সঠিক উত্তরটি নির্বাচন করো--
a) (i) এবং (ii) b) শুধুমাত্র (ii) c) উপরোক্ত সবকটি
d) কোনোটিই নয়
ANS:
b) শুধুমাত্র (ii)
Q3.
হরপ্পা সভ্যতা সম্পর্কিত নীচের বিবৃতিগুলি বিবেচনা করো-
(i) এটি মূলত ধর্মনিরপেক্ষ সভ্যতা ও তৎকালীন ধর্মীয় উপাদানগুলি
এই সভ্যতাকে বিশেষ প্রভাবিত করেনি।
(ii) তৎকালীন সময়ে ভারতে বয়নশিল্পে তুলোর ব্যবহার প্রচলিত
ছিল।
বিবৃতিগুলির কোটি/কোগুলি সঠিক?
a) শুধুমাত্র (i) b) শুধুমাত্র (ii) c) (i) এবং (ii) উভয়ই
d) কোনোটিই নয়
ANS:
b) শুধুমাত্র (ii)
Q4.
সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন্ ধাতুটির ব্যবহার অজানা ছিল?
a) তামা b) লোহা c) ব্রোঞ্জ d) সোনা
ANS:
b) লোহা
Q5.
সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন—
a) স্যার লিওনার্ড উলি b) ভি এস আগরওয়াল c) রাখালদাস
বন্দ্যোপাধ্যায় d) এ এল বাসাম
ANS:
c) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
Q6.
হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সাথে সম্পর্ক যুক্ত?
a) কালিবঙ্গান b) লোথাল c) কোটদিজি d) রোপার
ANS:
b) লোথাল
Q7.
ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?
a) আলেকজান্ডার ক্যানিংহাম b)
গর্ডন চাইল্ড c) মারটিমার হুইলার d) জন মার্শাল
ANS:
a) আলেকজান্ডার ক্যানিংহাম
Q৪.
নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোন্টি বেমানান?
a) কালিবঙ্গান b) মহেনজোদারো c) লোথাল d) সুরকোটাডা
ANS:
c) লোথাল
Q9.
সিন্ধিতে মহেনজোদারো শব্দের অর্থ কী?
a) শয়তানের আত্মা b) পশুপতির খাদ্য c) শিবের ভূমি d)
মৃতের স্তুপ
ANS:
d) মৃতের স্তুপ
Q10.
ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে কে বলেছিলেন
‘technically the peer of the rest’?
a) গর্ডন চাইল্ড b) শিরিন রত্নাগর c) আর এস বিস্ত d) আসকো
পারপোলা
ANS:
a) গর্ডন চাইল্ড
Q11.
কোন্ প্রত্নতত্ত্ববিদ হরপ্পার ইটের তৈরি ইমারতকে ‘শস্যাগার হিসেবে চিহ্নিত করেছেন?
a) আর ই এম হুইলার b) ব্রিজিৎ অলচিন c) রেমন্ড অলচিন d)
জে এম কেনওয়ার
ANS:
d) জে এম কেনওয়ার
Q12.
প্রাচীন ভারতে বাণিজ্যের ইতিহাসের প্রকৃত অর্থে সূচনা হয় কোন যুগে?
a) সিন্ধু b) পরবর্তী বৈদিক c) মৌর্য d) কুষাণ
ANS:
a) সিন্ধু
Q13.
নিন্মের কোন্টি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল?
a) হরপ্পা b) লোথাল c) ধোলাভিরা d) সুরকোটাডা
ANS:
b) লোথাল
Q14.
সাম্প্রতিকতম প্রত্নতাত্বিক খননকার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মান্ডা হল সিন্ধু
সভ্যতার কোন কেন্দ্র?
a) উত্তরতম b) দক্ষিগতম c) পূর্বতম d) পশ্চিমতম
ANS:
a) উত্তরতম
Q15.
নিম্নলিখিত কোনটি/কোনগুলি হরপ্পার অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য ছিল?
(i) সোনা ও রুপা (i) সুতিবস্ত্র (ii) টেরাকোটা (iv) সিল
(v) মৃৎশিল্প
নিম্নলিখিত কোডগুলির মধ্যে সঠিকটা বেছে নাও
a) ii, iii, iv b) i, iii, iv c) i, ii, iv, v d) উপরের
সবগুলিই
ANS:
a) ii, iii, iv
Q16.
নিম্নলিখিত কোটি হরপ্পা যুগে নগর সভ্যতা বিকাশের কারণ ছিল?
a) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি b) চারু ও কারুশিল্পের
উন্নয়ন c) ব্যবসা বাণিজ্যের উন্নতি d) কৃষির বিকাশ
ANS:
d) কৃষির বিকাশ
Q17.
নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক বলেছিলেন যে তিনি সিন্ধু লিপির পাঠোদ্ধার করতে পেরেছেন,
কিন্তু অন্যান্যরা তা মানেননি?
a) এম ই এম হুইলার b) গর্ডন চাইল্ড c) কে এম শ্রীবাস্তব
d) এস আর রাও
ANS:
d) এস আর রাও
Q18.
সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল?
a) হরপ্পা b) লোথাল c) মহেনজোদারো d) রোপার
ANS:
c) মহেনজোদারো
Q19.
হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত নারীমূর্তিটি কীসের তৈরি
ছিল?
a) টেরাকোটা b) স্টিয়াটাইট c) ব্রোঞ্জ d) লাল চুনাপাথর
ANS:
c) ব্রোঞ্জ
Q20.
সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের সিলমোহরে কোন্ দেবতার মুর্তি খোদাই করেছিল?
a) অগ্নি b) ইন্দ্র c) বরুণ d) পশুপতি
ANS:
d) পশুপতি
Q21.
স্থানীয় ভাষায় ‘মহেনজোদারো’ শব্দের অর্থ হল--
a) জীবিতদের স্তুপ
b) মহানদের স্তুপ
c) মৃতদের স্তুপ
d) মৃতদের জীবিত উত্তরসূরিদের স্তুপ
ANS:
d) মৃতদের জীবিত উত্তরসূরিদের স্তুপ
Q22.
সিন্ধু সভ্যতার সামাজিক ও ধর্মীয় জীবন সম্বন্ধে জানতে নিম্নলিখিত কোনটি সাহায্য করে?
a) সমাধিস্থান
b) টেরাকোটার প্রতিকৃতি ও সিল
c) আসবাব ও মৃৎশিল্প
d) গৃহ ও অন্যান্য গৃহের ধবংসাবশেষ
ANS:
b) টেরাকোটার প্রতিকৃতি ও সিল
Q23.
মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
a) ঝোব নদী b) বোলান নদী c) সিন্ধু নদ d) ইরাবতী
ANS:
b) বোলান নদী
Q24.
পৃথিবীর প্রতিটি তাম্র-ব্রোঞ্জ যুগীয় সভ্যতাই
a) নগরকেন্দ্রিক b) নদীমাতৃক c) মাতৃকেন্দ্রিক d) গ্রামীণ
ANS:
b) নদীমাতৃক
Q25.
সিন্ধু সভ্যতার লিপিগুলিতে--
a) মানুষ, পশু-পাখি, গাছের পাতা এবং অন্যান্য বস্তু ব্যবহৃত
b) কেবলমাত্র জ্যামিতিক আকৃতির ব্যবহার দেখা যায়
c) জ্যামিতিক আকার ও অন্যান্য চিত্র-উভয়েরই ব্যবহার করা
হত
d) কোনোটিই নয়
ANS:
c) জ্যামিতিক আকার ও অন্যান্য চিত্র-উভয়েরই ব্যবহার করা হত
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.