হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com এ তোমাদের সকলকে স্বাগত জানাই । যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে General
Awareness (History, Geography,
Indian Constitution, Indian Economy, General Science) - এর গুরুত্ব অপরিসীম
। বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL,
SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য
General Awareness একটি আলাদা মাত্রা রাখে । এই সব বিষয় গুলির প্রত্যেকটি চ্যপ্টার
ভালকরে পড়ার পর নিয়মিতরুপে প্র্যক্টিস দারকার, তাই আমরা এইসব বিষয়ের ওপর কিছু Importent Practice Set নিয়ে এসেছি । যেগুলো কোন না কোনো পরীক্ষায় বারবার এসেছে এবং
Exam point of view থেকে খুবই important. তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব
করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে
যায় ।
ভারতের সংবিধান (Indian
Constitution) Set-1
১। ভারতীয় জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধানের দাবি করে?
(ক) ১৯১৯ সালে
(খ) ১৯২৯ সালে (গ) ১৯৩৫ সালে (ঘ) ১৯৪৭ সালে
২। অবিভক্ত ভারতে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ কবে গঠিত হয়েছিল?
(ক) ১৯৪৬ সালের ডিসেম্বর মাসে (খ) ১৯৪৬ সালের জুলাই মাসে
(গ) ১৯৪৭ সালের জানুয়ারি মাসে (ঘ) ১৯৪৭ সালের আগস্ট মাসে
৩। ক্যাবিনেট মিশন পরিকল্পনার তত্ত্বাবধানে গঠিত সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
(ক) ২৯৯ (খ) ২৯৪ (গ) ৩৮৯ (ঘ) ৩৯৪
৪। সংবিধান রচনার জন্য নিযুক্ত গণপরিষদের করদ রাজ্যগুলির ন্যূনতম প্রতিনিধির সংখ্যা কত ছিল?
(ক) ৯৩
(খ) ৯৫ (গ) ৯৭ (ঘ) ৯৯
৫। সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রথম অধিবেশন কোন সময় বসেছিল?
(ক) ১৯৪৫, ১ জানুয়ারি (খ) ১৯৪৬, ৯ ডিসেম্বর
(গ) ১৯৪৭, ১৫ ডিসেম্বর (ঘ) ১৯৪৯, ২৬ নভেম্বর
৬। গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
(ক) বি. আর. অম্বেদকর (খ) জওহরলাল নেহরু
(গ) ড. রাজেন্দ্রপ্রসাদ (ঘ) সচ্চিদানন্দ সিন্হা
৭। পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ গঠনের কথা কবে ঘোষনা করা হয?
(ক) ১৯৪৬ সালের ১৫ আগস্ট (খ) ১৯৪৭ সালের ১৫ জুন
(গ) ১৯৪৭ সালের ২৬ জুলাই (ঘ) ১৯৪৭ সালের ১৪ আগস্ট
৮। গণপরিষদের প্রথম নির্বাচনে কংগ্রেসের সদস্য সংখ্যা কত ছিল?
(ক) ২০৮ জন (খ) ২১২ জন (গ) ২৬১ জন (ঘ) ২৯৬ জন
৯। গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লিগের সদস্যসংখ্যা কত ছিল?
(ক) ৭০ জন (খ) ৭৩ জন (গ) ৮০ জন (ঘ) ৯২ জন
১০৷ স্বাধীন ভারতে গণপরিষদের সদস্যসংখ্যা কত ছিল?
(ক) ২২৯ জন (খ) ২৯৯ জন (গ) ২৮৯ জন (ঘ) ৩০৮ জন
১১। ভারতের সংবিধান রচনার কাজে নিযুক্ত পরিষদ একটি সার্বভৌম পরিষদে পরিণত হয় কত সালে?
(ক) ১৯৪৬-এর ৯ ডিসেম্বর (খ) ১৯৪৭-এর ১ জানুয়ারি
(গ) ১৯৪৭-এর ১৫ আগস্ট (ঘ) ১৯৪৯-এর ২৬ নভেম্বর
১২। গণপরিষদের খসড়া রচনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(ক) ড. রাজেন্দ্রপ্রসাদ (খ) ড. বি. আর আম্বেদকর
(গ) জওহরলাল নেহরু (ঘ) সচ্চিদানন্দ সিন্হা
১৩। গণপরিষদের সহ সভাপতি কে নির্বাচিত হন?
(ক) হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় (খ) সচ্চিদানন্দ সিংহ
(গ) আচার্য জে. বি. কৃপালনি (ঘ) বি. আর. আম্বেদকর
১৪। সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল?
(ক) ৭টি (খ) ৯টি (গ) ১০টি (ঘ) ১১টি
১৫। গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে কত সালে?
(ক) ১৪ আগস্ট, ১৯৪৭ (খ) ১৫ আগস্ট, ১৯৪৭
(গ) ২৬ নভেম্বর, ১৯৪৯ (ঘ) ২৪ জানুয়ারি, ১৯৫০
১৬। গণপরিষদ কর্তৃক রচিত ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে?
(ক) ১৫ আগস্ট, ১৯৪৭ (খ) ১৫ আগস্ট, ১৯৪৮
(গ) ২৬ নভেম্বর, ১৯৪৯ (ঘ) ২৪ জানুয়ারি, ১৯৫০
১৭। ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রথমবার সংশোধন হয়েছিল কততম সংশোধন দ্বারা?
(ক) ২২-তম সংশোধন দ্বারা (খ) ৪২-তম সংশোধন দ্বারা
(গ) ৪৪-তম সংশোধন দ্বারা (ঘ) ৭৩-তম সংশোধন দ্বারা
১৮। প্রস্তাবনায় “সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ” শব্দ দুটি যুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনে?
(ক) ২২ তম সংবিধান সংশোধনে (খ) ২৪ তম সংবিধান সংশোধনে
(গ) ৪২ তম সংবিধান সংশোধনে (ঘ) ৪৪ তম সংবিধান সংশোধনে
১৯। ভারতের সংবিধান হল--
(ক) অনমনীয় (খ) নমনীয় (গ) প্রধানত নমনীয় (ঘ) অংশত অনমনীয়
২০। ভারতের সংবিধানের প্রস্তাবনায় চারটি নীতির কথা যেভাবে বলা হয়েছে তা হল--
(ক) ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব (খ) সাম্য, স্বাধীনতা, ন্যায়, সৌভ্রাতৃত্ব
(গ) সৌভ্রাতৃত্ব, ন্যায়, স্বাধীনতা, সাম্য (ঘ) স্বাধীনতা, ন্যায়, সাম্য, সৌভ্রাতৃত্ব
২১। ভারতের সংবিধানে যে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে সেটি কোন দেশের অনুকরণে?
(ক) কানাডার অনুকরণে (খ) ব্রিটেনের অনুকরণে
(গ) ফ্রান্সের অনুকরণে (ঘ) রাশিয়ার অনুকরণে
২২। ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে
কোন দেশের অনুকরণে?
(ক) ব্রিটেনের অনুকরণে (খ) রাশিয়ার অনুকরণে
(গ) সুইজারল্যান্ডের অনুকরণে (ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্রের অনুকরণে
২৩। স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে?
(ক) ২৬ জানুয়ারি, ১৯৫০ (খ) ২৬ নভেম্বর, ১৯৪৯
(গ) ১৫ আগস্ট, ১৯৪৮ (ঘ) ১৫ আগস্ট, ১৯৪৭
২৪। ভারতের সংবিধানে প্রথম কতগুলি ধারা ছিল?
(ক) ৩৫৫ টি (খ) ৩৯৫ টি (গ) ৩৯৬ টি (ঘ) ৪০০ টি
২৫। ভারতের সংবিধানে কয়টি তফসিল (Schedule) আছে?
(ক) ৮ টি (খ) ৯ টি (গ) ১১ টি (ঘ) ১২ টি
No comments:
Post a Comment
Please do not enter any spam link in this comment box.