Current Affairs of the Day: 3 & 4 MAY-2020 | In Bengali | By ExamProtiyogita.com - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Wednesday, May 6, 2020

Current Affairs of the Day: 3 & 4 MAY-2020 | In Bengali | By ExamProtiyogita.com

হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com  তোমাদের সকলকে স্বাগত জানাই। যেকোনো সরকারি চাকরি   পরীক্ষার ক্ষেত্রে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কারেন্ট জি.কে এবং স্ট্যাটিক জি.কে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে 2020 - সালের May মাসের কিছু ‘ইম্পরট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স’ নিয়ে এসেছি, যেগুলো Exam point of view থেকে খুবই important. বিশেষ করে WB PSC, SSC এবং RAIL- এর প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তো আসবেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

Current Affairs of the Day: 3 & 4 MAY, 2020



Q1. সম্প্রতি NASA এর প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত হয়েছেন, তিনি কোন দেশের নাগরিক ছিলেন?
ANSআমেরিকা

Q2. CRISIL এর রিপোর্ট অনুসারে 2020-21 অর্থবর্ষে ভারতের GDP কত?
ANS1.৪%

Q3. সম্প্রতি কাতার এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
ANSদীপক মিত্তাল

Q4. সম্প্রতি কাকে Public Enterprises Selection Board এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে?
ANSরাজীব কুমার

Q5. ভারত সরকার দ্বারা প্রতিবছর কোন দিনটি “আয়ুষ্মান ভারত দিবস” হিসেবে পালিত হয়?
ANS30 এপ্রিল

Q6. FIFA স্বাস্থ্য কর্মীদের সম্মানার্থে কোন অভিযান চালু করেছে?
ANS#WeWillwin

Q7. Mens world boxing championship 2021 কোন দেশ আয়োজন করবে?
ANSসার্বিয়া

Q8. সম্প্রতি 11 তম পিটার্সবার্গ জলবায়ু বার্তা আয়োজন করবে কোন দেশ?
ANSজার্মানি

Q9. সম্প্রতি MNREGA যোজনার অন্তর্গত কোন রাজ্যের সর্বাধিক শ্রমিক কর্মরত
ANSছত্তিশগড়

Q10. 1 মে 2020 কোন দুই রাজ্য তাদের 60 তম স্থাপনা দিবস পালন করল?
ANSমহারাষ্ট্র ও গুজরাট

Q11. সম্প্রতি ডেনিস গোল্ডবার্গ প্রয়াত হলেন তিনি কোন দেশের বিশিষ্ট ব্যক্তি?
ANSসাউথ আফ্রিকা

Q12. সম্প্রতি International Budget Partnership দ্বারা প্রকাশিত Open Budget Survey সূচিতে ভারতের স্থান কত?
ANS53 তম


No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.