Indian History | Vedic Civilization | Practice Set-1 | For WBCS, NTPC, RRC Group D, ALP, JE | Examprotiyogita.com - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Tuesday, May 5, 2020

Indian History | Vedic Civilization | Practice Set-1 | For WBCS, NTPC, RRC Group D, ALP, JE | Examprotiyogita.com

হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com  তোমাদের সকলকে স্বাগত জানাই। যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে General Awareness (History, Geography, Indian Constitution, Indian Economy, General Science) - এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য General Awareness একটি আলাদা মাত্রা রাখে । এই সব বিষয় গুলির প্রত্যেকটি চ্যপ্টার ভালকরে পড়ার পর নিয়মিতরুপে প্র্যক্টিস দারকার, তাই আমরা এইসব বিষয়ের ওপর কিছু Important Practice Set (History- Vedic Civilization) নিয়ে এসেছি । যেগুলো কোন না কোনো পরীক্ষায় বারবার এসেছে এবং Exam point of view থেকে খুবই important. তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

Indian History - Vedic Civilization (SET-1)


1) বৈদিক সাহিত্য কি নামেও পরিচিত?
শ্রুতি
স্মৃতি
সংহিতা
বেদাঙ্গ
ANS: শ্রুতি

২) বৈদিক সংস্কৃতির প্রতিষ্ঠাতা কে?
দ্রাবিড়
আর্য
হরপ্পান
কেউ না
ANS: আর্য

3) 'আর্য' শব্দটি বলতে বোঝায়—
জাতিগত গোষ্ঠী
যাযাবর মানুষ
স্পিচ গ্রুপ
সুপিরিয়র রেস
ANS: যাযাবর মানুষ

4) বৈদিক আর্য প্রধান খাদ্য কি ছিল?
বার্লি এবং ভাত
চাল ও ডাল
শাক - সবজী ও ফল
দুধ এবং দুধজাত দ্রব্য
ANS: দুধ এবং দুধজাত দ্রব্য

5) কে ঋগ্বেদের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা?
অগ্নি
ইন্দ্র
বরুণ
বিষ্ণু
ANS: ইন্দ্র

6) 'রিটার্ন অফ দ্য আর্যস' বইটি কে লিখেছিলেন?
ভগবান এস গিদওয়ানি
এলডি, কল্লা
অবিনাশ চন্দ্র দাস
ডিএস ত্রিবেদী
ANS: ভগবান এস গিদওয়ানি

7) ঋগ্বেদে কোন নদীর উল্লেখ নেই?
সিন্ধু
সরস্বতী
নর্মদা
তাপ্তি
ANS: তাপ্তি

8) নীচের কোনটি ভারতীয় ইতিহাসে বৈদিক সংস্কৃতির বড় প্রভাব?
দর্শনের অগ্রগতি
সংস্কৃতির বিকাশ
বর্ণ ব্যবস্থার কঠোরতা
একটি নতুন বিশ্বের ধারণা
ANS: বর্ণ ব্যবস্থার কঠোরতা

 9) নিম্নলিখিত বৈদিক দেবতার মধ্যে কোনটি বোঘাজকই (Boghazkoi) শিলালিপিতে উল্লিখিত নেই?
ইন্দ্র
অগ্নি
মিত্র
বরুণ
ANS: অগ্নি

10) ঋগ্বৈদিক যুগে নীচের মধ্যে কে ছিলেন নৈতিকতার দেবতা?
ইন্দ্র
রুদ্র
অগ্নি
বরুণ
ANS: বরুণ




No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.